কলকাতা 

জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী চিঠি-পাল্টা চিঠি ও টেলিফোনের পাল্টা টেলিফোন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : গতকালই রাজ্যপাল এনআরএস কান্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ভাঙার জন্য কথা বলতে অনুরোধ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন । আবার শনিবারও আর একটা চিঠি পাঠান রাজ্যপাল । এরপর রাজ্যপাল নিজে কথা বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে । এদিন মুখ্যমন্ত্রী নবান্নে উচ্চপর্যায়ে বৈঠক করেন । বৈঠক করার পর তিনি সাংবাদিক সম্মেলন করে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ভাঙার জন্য কী কী ব্যবস্থা নিয়েছেন বলেন । একই সঙ্গে আলোচনার দরজা খুলে রেখে সবাইকে অবিলম্বে কাজে যোগ দেওয়ার আহ্বান করেন ।

এরপরেই মুখ্যমন্ত্রী রাজ্যপালকে ফোন করে বিস্তারিত রিপোর্ট করেন । এখনও পর্যন্ত কী কী ব্যবস্থা নিয়েছেন তার বিবরণ তিনি দেন । এরপরেই আর একটি আলাদা চিঠি পাঠিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বিস্তারিত রিপোর্ট পাঠিয়ে দাবি করেছেন তিনি কীভাবে শান্তিপূর্ণ ভাবে সমস্যার সমাধান করতে চাইছেন ।

Advertisement

এমনকি নবান্নে ডেকে তাঁদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয় । তারা সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে । সরকার ডাকছে তারা আসবে না কেন ? এ নিয়ে বিস্তারিত রিপোর্ট আজ রাজ্যপালের কাছে চিঠির আকারে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী ।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × five =