কলকাতা 

মুখ্যমন্ত্রীর আবেদনের পর রাজ্যের জুনিয়র চিকিৎসকদের আন্দোলন কী প্রত্যাহারের পথে ; সোমবার থেকেই স্বাভাবিক হচ্ছে রাজ্যে স্বাস্থ্য পরিষেবা !

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলেন ‘ আমি বলছি , অবিলম্বে সবাই কাজে যোগ দিন ।‘ আবার এরপরেই তিনি বলেন , যে সব ইচ্ছুক জুনিয়র চিকিৎসক কাজে যোগ দিতে চান তারা অবিলম্বে কাজে যোগ দিন । স্বাভাবিক করে তুলুন স্বাস্থ্য পরিষেবাকে ।

মুখ্যমন্ত্রীর এই দু ধরনের আবেদনেই খটকা লেগেছে সাংবাদিকদের । তাহলে কী ডিভাইডেড রুল চালিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে ভেঙে দেওয়া হচ্ছে । এ বিষয়ে আরও স্পষ্ট হয়েছে সাংবাদিক সম্মেলন চলাকালীন সময়ে কয়েকজন জুনিয়র ডাক্তার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান । মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন সামান্য সময়ের জন্য বন্ধ রেখে তিনি তাদের সঙ্গে পাশে ঘরে গিয়ে দেখা করেন ।

Advertisement

বিশেষ সূত্রে জানা গেছে সাংবাদিক সম্মেলনের পরেই ওই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত কথা বলেছেন মুখ্যমন্ত্রী । মনে করা হচ্ছে , তৃণমূল প্রভাবিত চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসককে কাজে লাগানো হয়েছে । শনিবার মুখ্যমন্ত্রী যে ভাষায় সাংবাদিক সম্মেলন করেছেন , তাতে সরকার যে নমনীয় হয়েছে তা স্পষ্ট । সরকারের এই নমনীয় মনোভাবেই এনআরএস বাদে রাজ্যের অধিকাংশ মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা আন্দোলন তুলে নিতে চান বলে সূত্রের খবর । তাঁরা মনে করছেন , রাজ্য সরকার তাদের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখছে ।

এছাড়াও গতকালই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন , রোগীকে পরিষেবা দেওয়ার শপথ নিয়ে চিকিৎসক হয়েছেন । তাই তাদের প্রাথমিক কাজ হল কাজে যোগ দেওয়া । হাইকোর্টের এই পর্যবেক্ষণের পর এনআরএস বাদে অন্য মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের একাংশ মনে করছেন জেদাজেদি না করে কাজে যোগ দিলে রাজ্যবাসীর কাছে ভাল সংকেত যাবে । নচেৎ আগামী দিনে রোগী বনাম ডাক্তারের সম্পর্ক আরও তলানীতে ঠেকবে ।

আর আজকের মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের সাংবাদিক সম্মেলনের পর জুনিয়র ডাক্তারদের মনের ক্ষোভ অনেকটাই প্রশমিত হয়েছে । বিশেষ সূত্রে জানা গেছে আগামী সপ্তাহ থেকে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে । যদিও এনআরএস মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা দাবি করেছেন তাদের আন্দোলন চলবে । অন্যদিকে সরকারও চেষ্টা করছে এনআরএস বাদে অন্য মেডিকেল কলেজগুলিতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার ।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen + 19 =