কলকাতা 

মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে দাবি আন্দোলনকারী চিকিৎসকদের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রত্যাহার করতে চার ঘন্টা সময় দিয়েছিলেন । এর মধ্যে আন্দোলন প্রত্যাহার করে কাজে যোগ না দিলে কড়া পদক্ষেপ করা হবে বলেও মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন ।

কিন্ত এই হুঁশিয়ারি দেওয়ার পরেই কড়া প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় জুনিয়র ডাক্তারদের । এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে আন্দোলনকারীদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিঃশর্ত ক্ষমা না চাইলে আন্দোলন প্রত্যাহার করবেন না তাঁরা।

Advertisement

আজ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে গিয়ে হুঁশিয়ারি দেন, ৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দিতে হবে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনি ব্যবস্থা নেওয়ার বার্তাও দেন মুখ্যমন্ত্রী।

এসএসকেএম-এ মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই এনআরএস হাসপাতালে জেনারেল বডি (জিবি)-র বৈঠক করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তার পরই তাঁরা জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী কার্যত তাঁদের হুমকি দিয়েছেন। তাঁরা এই হুমকির কাছে মাথা নত করবেন না। আন্দোলন চালিয়ে যাবেন। উল্টে তাঁরা দাবি করেন, মুখ্যমন্ত্রীকে এনআরএস হাসপাতালে এসে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

মুখ্যমন্ত্রী এসএসকেএম-এ বলেছিলেন, ‘‘এরা জুনিয়র ডাক্তার নন, বহিরাগত।’’ আন্দোলনকারীরা প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রী কী ভাবে বলতে পারেন, যে আন্দোলনকারীরা বিজেপি না সিপিএম অথবা বহিরাগত? এই মন্তব্য ঔদ্ধত্যপূর্ণ। এই ধরনের মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রী নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × 2 =