দেশ 

রাহুলকে সঙ্গত দিতে কার্যনির্বাহী সভাপতি পদ তৈরি ভাবনা এআইসিসির ; প্রিয়াঙ্কাই কী হতে চলেছেন কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি !

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দলের বিপর্যয়ের দায় মাথায় নিয়ে রাহুল গান্ধী কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তাফা দিয়েছেন ২৫ মে । তারপর কংগ্রেস নেতাদের অনুরোধ –উপরোধের পরও ইস্তফার সিদ্ধান্তে অনড় তিনি । আর এর পরেই নাকি কংগ্রেসের প্রবীণ নেতারা সিদ্ধান্ত নেন , রাহুল গান্ধীর উপর থেকে চাপ কমাতে কার্যনির্বাহী সভাপতি পদ তৈরি করা হবে । এর ফলে রাহুল গান্ধীর উপর অনেকটাই চাপ কমে যাবে । তিনি বৃহত্তর পরিসর নিয়ে কাজ করতে পারবেন । এদিকে কে হবে ? কার্যনির্বাহী সভাপতি তা নিয়ে এখন জোর চর্চা চলছে কংগ্রেস মহলে ।

তবে কংগ্রেস দল কার্যনির্বাহী সভাপতি পদেও তরুন মুখকেই চাইছেন । সেদিক থেকে দেখতে গেলে সচিন পায়লট , জ্যোতিরাদিত্য সিন্ধিয়া  ও প্রিয়াঙ্কা গান্ধী এই দৌড়ে রয়েছেন । আবার কংগ্রেসের অন্য মহল মনে করছেন তুলনায় প্রবীণ এবং অভিঞ্জ কোনো কংগ্রেস নেতাকে ওই পদে বসানো হোক । সেদিক থেকে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও কমলনাথ এগিয়ে রয়েছেন । অশোক গেহলট গান্ধী পরিবারের খুবই কাছের মানুষ এবং সোনিয়া গান্ধী রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেলের ঘনিষ্ঠ বলে পরিচিত । তাই প্রবীণ কোনো নেতাকে কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি করা হলে সেদিক থেকে অশোক গেহলট এগিয়ে রয়েছেন । এর মাইনাস পয়েন্ট একটাই এবারের নির্বাচনে রাজস্থান থেকে একটি লোকসভা আসন জিতিয়ে আনতে তিনি পারেননি ।

Advertisement

এদিকে কংগ্রেসের অন্দর মহলে কান পাতলেই শোনা যাচ্ছে আর একটি নাম তিনি হলেন প্রিয়াঙ্কা গান্ধী । তাঁকে ওই পদে বসানো হলে পরিবার তন্ত্র প্রশ্ন উঠলে এই মুহূর্তে মোদী-শাহ বিকল্প হিসেবে প্রিয়াঙ্কার জনসংযোগকে কেউ অস্বীকার করতে পারবেন না । তাই শেষ পর্যন্ত কার্যনির্বাহী সভাপতি পদ তৈরি হলে সেই পদে প্রিয়াঙ্কা গান্ধী বসলে তাতে কংগ্রেসের মরা গাঙে আবার নতুন করে জোয়ার আসার সম্ভাবনা আছে ।

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × 2 =