আন্তর্জাতিক 

এসসিও সামিটে প্রধানমন্ত্রী যোগ দিতে যাওয়ার সময় পাকিস্থানের আকাশ সীমা ব্যবহার করবে না

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কিরঘিজস্তানে বিশকেকে আয়োজিত শাংসাই কোঅপরারেশন অর্গানাইজেশন ( এসসিও) যোগ দিতে যাওয়ার সময় পাকিস্থান আকাশ সীমা ব্যবহার করা যাবে বলে পাক সরকার জানিয়ে দিয়েছিল । কিন্ত ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা পাকিস্থানের আকাশ সীমা ব্যবহার করবে না।তার বদলে ওমান এবং ইরান হয়ে বিশকেক পৌঁছবেন তিনি। বুধবার জানিয়ে দিল ভারতীয় বিদেশমন্ত্রক।

বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার দিন জানান, ‘‘প্রধানমন্ত্রীর ভিভিআইপি বিমানের বিশকেক যাওয়ার জন্য দুটি যাত্রাপথের কথা ভেবেছিলাম আমরা। তবে আলাপআলোচনার পর ওমান, ইরান এবং মধ্য এশিয়ার দেশগুলির উপর দিয়েই  উড়ানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

Advertisement

আগামী ১৩১৪ জুন বিশকেকে আয়োজিত শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মলেনে অংশ নিতে চলেছেন ভারত এবং পাকিস্তান, দুই দেশের রাষ্ট্রনেতারাই। তার জন্য সম্প্রতি ইসলামাবাদকে বিশেষ অনুরোধ জানিয়েছিল দিল্লি, যাতে তাদের আকাশের উপর দিয়ে মোদীর বিমান যেতে পারে। গত ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনার বালাকোট অভিযানের পর থেকে পাকিস্তান সরকার আকাশসীমা বন্ধ রাখলেও, মোদীর বিমানের জন্য বিশেষ সম্মতি দেয় তারা।

তার পরেও পাক আকাশসীমা এড়িয়েই কিরঘিজস্তান যাওয়ার সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদী।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

15 − four =