জেলা 

এনআরএস কান্ডের জেরে জুনিয়র চিকিৎসকদের ক্ষোভ সামাল দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রোগী মৃত্যুকে ঘিরে কলকাতার নীলরতন সরকার হাসপাতালের জুনিয়র চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়ের উপর হামলার জেরে রাজ্য জুড়ে চিকিৎসকদের মধ্যে যে প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে তা নিয়ে বহরমপুরের সাংসদ অধীর চৌধুরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠিয়েছেন ।

কংগ্রেস সাংসদ ওই চিঠিতে দাবি করেছেন, এনআরএস-এ জুনিয়র চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে সরকারি, বেসরকারি-সহ বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগে কর্মবিরতির জেরে রাজ্যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরে রোগীদের দুর্দশার মুখে পড়তে হচ্ছে। কার্যত অরাজকতা চলছে এ রাজ্যে। এই পরিস্থিতিতে অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্থক্ষেপের আর্জি জানিয়ে মঙ্গলবার তাঁকে চিঠি দিয়েছেন অধীরবাবু।

Advertisement

ওই চিঠিতে অধীরবাবু লিখেছেন, ‘এনআরএস-এ জুনিয়র চিকিৎসকের উপরে নৃশংস ভাবে নিগ্রহের প্রতিবাদে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন। এতে রোগীরা দুর্দশায় পড়েছেন। নিগৃহীত জুনিয়র চিকিৎসকেরা জীবনের সঙ্গে লড়ছেন। এখন এ   রাজ্যে কার্যত অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে যত দ্রুত সম্ভব, আপনার হস্তক্ষেপের আবেদন করছি।’

গত সোমবার রাতে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল এ রোগীমৃত্যুকে কেন্দ্র করে প্রবল উত্তজনা ছড়ায়। নিগ্রহের শিকার হন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তাঁদের অভিযোগ, পুলিশের সামনেই ওই রোগীর আত্মীয়রা তাঁদের বেধড়ক মারধর করেন। এর আগেও বহু বার এ ধরনের ঘটনা ঘটলেও তা নিয়ে কোনও সুরাহা হয়নি। ওই ঘটনার প্রতিবাদে এনআরএস-সহ রাজ্যের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বহির্বিভাগের কর্মবিরতির ডাক দেন জুনিয়র চিকিৎসকেরা। এই আন্দোলনে সমর্থন জানিয়েছে চিকিৎসকদের সাতটি সংগঠনের মিলিত ফোরাম, ডক্টরস ফোরাম।  বুধবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা বহির্বিভাগ বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। তবে জরুরি পরিষেবা চালু রাখার চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে ওই সংগঠনের তরফে।

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

11 + ten =