খেলা 

বিশ্বকাপে ভারতীয় দলে দুঃসংবাদ, আঙুলে চোটের কারণে তিন সপ্তাহ বিশ্রামে থাকবেন ধাওয়ান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিশ্বকাপ চলাকালীন সময়ে দুঃসংবাদ ভারতীয় টিমের কাছে দলের নির্ভরযোগ্য অল রাউন্ডার শিখর ধাওয়ান আগামী তিন সপ্তাহ খেলতে পারবেন না । গত রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে নেথান কুল্টার-নাইলের একটা বল হঠাৎই লাফিয়ে উঠে ধওয়নের বাঁ হাতের গ্লাভসে লেগেছিল। বলের আঘাতে বুড়ো আঙুল ফুলে যায় বাঁ হাতি ওপেনারের। যন্ত্রণা নিয়েও ম্যাচ জেতানো শতরান করেন তিনি। ব্যাট করলেও ফিল্ডিং করেননি ধাওয়ন। ড্রেসিং রুমে বসে আইস প্যাক ঘষতে দেখা যায় তাঁকে। আজ, মঙ্গলবার ধাওয়নের আঙুলে স্ক্যান হয়। সেখানেই ধরা পড়ে তাঁর বুড়ো আঙুলে চিড় ধরেছে।

তিন সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে ধাওয়নকে। তিন সপ্তাহ বিশ্রামের অর্থ হল চলতি বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গেলেন ধাওয়ন। তিনি ছিটকে যাওয়ায় ভারতের ব্যাটিংয়ের ভারসাম্যটাই অনেকটা ক্ষতি হয়ে গেল ।

Advertisement

বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ট্রেন্টব্রিজে নামছে ভারত। সেই ম্যাচে নতুন জুটিকে ওপেন করতে দেখা যাবে। শুধু কিউয়িদের বিরুদ্ধে নয়, পাকিস্তান, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিরুদ্ধেও খেলতে পারবেন না ধাওয়ন। জুলাই মাসে সুস্থ হয়ে ওঠার পরে কি প্রথম একাদশে দেখা যাবে তাঁকে? ধাওয়নের বিশ্বকাপ অভিযান হয়তো এদিনই শেষ হয়ে গেল।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × 5 =