দেশ 

কাঠুয়া গণধর্ষণ-খুন মামলায় প্রধান তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা দিল পাঠানকোট আদালত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সোমবার সকালে কাঠুয়া গণ ধর্ষণখুন মামলায় দোষী সাব্যস্ত করার পর বিকেলে সাজা শোনাল পাঠানকোট আদালত। প্রধান দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল পাঠানকোট আদালত। সোমবার সকালেই কাঠুয়া ধর্ষণ মামলায় জন অভিযুক্তের মধ্যে জনকে দোষী সাব্যস্ত করে পাঠানকোট আদালত। বিশাল নামে এক অভিযুক্তকে বেকসুর খালাস করেছে আদালত।

মামলায় দোষীরা হল প্রাক্তন রেভিনিউ অফিসার সাঞ্জি রাম, বিশেষ পুলিশ আধিকারিক দীপক খাজুরিয়া সুরিন্দর কুমার, দুই তদন্তকারী আধিকারিক হেড কনস্টেবল তিলক রাজ সাবইন্সপেক্টর আনন্দ দত্ত, পরবেশ কুমার। সাঞ্জি রামের ছেলে বিশালকে বেকসুর খালাস করেছে পাঠানকোটের বিশেষ আদালত। মামলায় আরেক অভিযুক্ত নাবালক হওয়ায় তার আলাদা বিচার চলছে।

Advertisement

মামলায় ১৫ পাতার চার্জশিট পেশ করা হয়েছিল। গত বছরের ১০ জানুয়ারি বছরের এক বালিকাকে অপহরণ করে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে। ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত সাঞ্জি রাম। ঘটনা ঘিরে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। সুপ্রিম কোর্টের নির্দেশেই বিচারপ্রক্রিয়া কাঠুয়া থেকে পাঠানকোটে সরানো হয়েছিল। তাঁদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা। তাঁদের আইনজীবীকেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন। সেকারণেই কাঠুয়া থেকে বিচারপ্রক্রিয়া পাঠানকোটে সরানোর আবেদন জানিয়েছিলেন তিনি।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

16 + 6 =