কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

মিলন পার্ক কালচারাল এ্যাসোসিয়েশনে পালিত হলো রবীন্দ্র- নজরুল জয়ন্তী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

শেখ আব্দুল মান্নান, মুকুন্দপুর, কলকাতা : কবি পক্ষের সূত্র ধরে গানে, কবিতায়, কথায়, নৃত্য- নাটিকায়  মুকুন্দপুরেও  সাড়ম্বরে  উদ্ যাপিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ও বিদ্রোহী কবি নজরুল স্মরণ অনুষ্ঠান। দিকে দিকে যতই জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে বিভেদ বিশৃঙ্খলার বীজ বপনের অপপ্রয়াস চলুক, কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন এক শ্রেণীর বাঙালি ওই কু-প্রয়াসকে থোড়াই-কেয়ার করে দুই মহান কবির জয়ধ্বনি করতে কখনোই  পিছপা নন।
গত ২রা জুন সন্ধ্যায় মুকুন্দপুর মিলন পার্ক কালচারাল এ্যাসোসিয়েশনের  এক ঝাঁক কচিকাঁচা, তরুন তরুণী ও পরিণত বয়সের  মিলিত প্রয়াসে   বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে  মানব কল্যাণে নিবেদিত প্রাণ  এই দুই মহান কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তেমনই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন।
যে সব কুশিলবদের আন্তরিক প্রয়াসে এদিনের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রাত:স্মরণীয় কবিদ্বয়ের  প্রতি গভীর শ্রদ্ধা  নিবেদনের পাশাপাশি উপস্হিত রুচিশীল দর্শক শ্রোতার মনোরঞ্জন করেন তারা হলো ঈশান বিট, আয়ূষ ইন্দ্র, নম্রতা সাহা, অঙ্কিতা দাস, প্রিয়াঙ্শু  দাস,প্রিয়ালিসা দত্ত, তানিশা দত্ত, তুষার হালদার, টিনা ভট্টাচার্য, ঝিনুক বিশ্বাস, অঞ্জলি রায়, রিতুরাজ সাহা,  কুহেলি হালদার ও আশিষ ভাদুরি। এদিনের সমগ্র অনুষ্ঠান সুচারুরূপে সঞ্চালনা করেন সুবর্ণা ইন্দ্র।
ছবি : ১) রবীন্দ্র নৃত্যে তানিশা দত্ত , আয়ুষ ইন্দ্র ও তুষার হালদার।
         ২) সুপর্ণা ইন্দ্র ও প্রিয়ালিসা দত্ত।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen + 5 =