জেলা 

বিডিও নিগ্রহে আধিকারিকদের মধ্যে ক্ষোভ সঞ্চার হচ্ছে ; নবান্ন থেকে কড়া পদক্ষেপ করতে বলা হলেও ; অভিযুক্তদের এখনও গ্রেফতার করা হয়নি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৃণমূলের আমলে দূনীর্তি যে চরম আকার নিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না । সিপিএমের আমলে দলীয় শৃঙ্খলার কারণে পঞ্চায়েত প্রধানরা অনৈতিক কাজ করতে ভয় পেত । কিন্ত তৃণমূলের আমলে দলীয় কোনো শৃঙ্খলা না থাকায় পরিসিথতি ভয়াবহ আকার নিয়েছে । এমনকি বিডিওদের পর্যন্ত রেয়াত করছেন না তৃণমূলের আঞ্চলিক নেতারা । এক অসহনীয় অবস্থা হয়ে উঠেছে বাংলায় ।

লোকসভা নির্বাচনের বিপর্য কাটতে না কাটতেই আবার সামনে এল তৃণমূলের প্রধানের হাতে বিডিও-র নিগ্রহের খবর যা রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে । উত্তর ২৪ পরগণার সন্দেশখালি ২ বিডিওকে তার দফতরের ভিতরে মারধোর করা হয় বলে অভিযোগ । আর তা নিয়ে প্রশাসনিক মহলে আতংকের সৃষ্টি হয়েছে । অবশ্য জেলাশাসক চৈতালি চক্রবর্তী বলেন, ‘‘সন্দেশখালির ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’’ ভবিষ্যতে এমন ঘটলে প্রশাসন কড়া পদক্ষেপ করবে বলেও আশ্বস্ত করেন তিনি। নবান্নের শীর্ষস্তর থেকেও এ দিন জেলাশাসককে নির্দেশ গিয়েছে, দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে।

Advertisement

এ দিকে, সন্দেশখালি ২ বিডিও কৌশিক ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতাল থেকে পাঠানো হয়েছে এসএসকেএমে।

অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ধরে ফেলেছিলেন কৌশিক। ফলে স্থানীয় কিছু তৃণমূল নেতার চক্ষুশূল হয়ে ওঠেন। তাঁর উপরে হামলার আশঙ্কা ছিলই। কয়েক মাস আগে বিডিওর জন্য দেহরক্ষীর ব্যবস্থা করে প্রশাসন। তার পরেও হামলা ঠেকানো গেল না। বিডিও এবং তাঁর দফতরের কয়েকজন কর্মী ছাড়াও প্রহৃত হন ওই দেহরক্ষীও।

বেড়মজুর ২ পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাজি সিদ্দিকি মোল্লা, সন্দেশখালি পঞ্চায়েতের প্রধান দিলীপ মল্লিক, সন্দেশখালি ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সাফসার আলি মোল্লা-সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন বিডিও। মারধর, সরকারি কাজে হস্তক্ষেপ, সরকারি সম্পত্তি ভাঙচুর, অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তবে ধরা পড়েনি কেউ।

বিডিও বলেন, ‘‘পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে অন্তত কুড়ি জন লোক আমার উপরে চড়াও হয়েছিল। তবে মুখ্যমন্ত্রীর উপরে আমার আস্থা আছে। তিনি নিশ্চয়ই দোষীদের গ্রেফতারের ব্যবস্থা করবেন।’’

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × one =