পঞ্চায়েত সংবাদ 

পুলিশি হেফাজতে থাকা আরাবুল কীভাবে গ্রামে?- প্রশ্ন ভাঙড়বাসীর

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে অশান্তি অব্যাহত। অন্যবারের মতোই এবারের নির্বাচনেও সকাল থেকেই বিভিন্ন জায়গায় অশান্তির খবর আসতে শুরু করে। অন্যথা হয়নি ভাঙড়ের পোলেরহাটেও। প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামের বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় জমি রক্ষা কমিটির। ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের আগেরদিন এলাকায় তৃণমূল আশ্রীত দুষ্কৃতীদের সঙ্গে মিটিং করেন তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম। তাঁর মদতেই দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। কিন্তু পোলেরহাটে জমি, জীবিকা, পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষা কমিটির সমর্থক হাফিজুল মোল্লাকে খুনের অভিযোগে১০ দিনের পুলিশি হেফাজতে রয়েছেন আরাবুল। তাসত্ত্বেও তিনি

Advertisement

কীভাবে নিজের এলাকায় মিটিং করতে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।  সূত্রে খবর, নির্বাচনের আগেরদিন পুলিশি ঘেরাটোপের মাধ্যমে আরাবুল আসেন নিজের এলাকায়। কর্মীদের উজ্জীবিত করতে তাদের সঙ্গে বৈঠকও করেন। তার ফলে বিরোধীরা অক্সিজেন পেয়েছে। তার ফলেই আরাবুলবাহিনী এই ধরনের অত্যাচার করছে। জমিরক্ষা কমিটি মির্জা হাসানের অভিযোগ আরাবুল খুনের অভিযোগে আদালতের নির্দেশে পুলিশি হেফাজতে রয়েছেন। কিভাবে আদালতের নির্দেশ অমান্য করে আরাবুল পুলিশি ঘেরাটোপে কীভাবে নিজের এলাকায় গেল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই খবর লেখা পর্যন্ত এর উত্তর পাওয়া যায়নি।


শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 − thirteen =