দেশ 

রাজস্থানে অশোক গেহলটকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর দাবি রাজ্য কংগ্রেসের একাংশের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ছেলের হারের জন্য রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি ও রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী সচিন পায়লটকে সরাসরি দায়ী করেছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট । সংবাদ সংস্থা এবিপি নিউজকে এক সাক্ষাৎকারে অশোক গেহলট সচিনকে তার ছেলের হারের জন্য দায়ী করেছিলেন । আর এনিয়ে কংগ্রেসের অন্দরে চরম সংঘাত দেখা দিয়েছে । এই সংঘাত এবার রাস্তায় নেমে এল । সচিন অনুগামীরা সরাসরি গেহলটকে সরিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে সচিন পায়লটকে দায়িত্ব দেওয়ার দাবি উঠেছে রাজস্থান প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে । তারা মনে করছে রাজ্যে মুখ্যমন্ত্রী হওয়ার একমাত্র যোগ্য হলেন সচিন পায়লট ।

প্রদেশ কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা বিধায়ক পৃথ্বীরাজ মীনা বুধবার বলেছেন, ‘‘ভোটের ফলাফলেই বোঝা গিয়েছে অশোক গেহলটের উপর আর ভরসা নেই রাজ্যের মানুষের। এ বার মুখ্যমন্ত্রী হওয়া উচিত সচিন পায়লটের।’’ রাজস্থানের তোড়া ভিম আসনের বিধায়ক মীনা এও বলেছেন, ‘‘বয়সে তরুণ সচিন আরও ভাল কাজ করতে পারবেন।’’ তিনি মনে করেন, ‘‘মুখ্যমন্ত্রী গেহলট রাজ্যের জাঠ ও গুজ্জর শ্রেণির ভোটারদের একসূত্রে বেঁধে রাখতে পারেননি।

Advertisement

পূর্ব রাজস্থানের মীনা উপজাতি সম্প্রদায়ের মধ্যে পৃথ্বীরাজের প্রভাব দীর্ঘ দিনের। ভোটের পর থেকেই মীনা সম্প্রদায় সরব হয়েছে গেহলটের বিরুদ্ধে। ওই সম্প্রদায়ের আরও দুই কংগ্রেসি বিধায়ক রমেশ মীনা ও উদয়লাল অঞ্জনা এর আগে সরাসরি মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নামোল্লেখ না করে বলেছেন, ‘‘কার জন্য এমন হল, এ বার সেটা বেছে নেওয়ার সময় এসেছে।’’

ভোটে হারার পর রাহুল গান্ধীও অশোক গেহলট ও কমলনাথের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন । এবার দেখা যাক রাজস্থান কংগ্রেসের দাবি মেনে সত্যিই কী অশোক গেহলটকে মুখ্যমন্ত্রীর পদ থেকে কংগ্রেস হাইকমান্ড সরায় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল ।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five + fourteen =