পঞ্চায়েত সংবাদ 

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে অশান্তির অভিযোগে কমিশনের অফিসে নজিরবিহীন বিক্ষোভ দেখাল বিরোধীরা

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চায়েত নির্বাচনকে
কেন্দ্র করে রাজ্যজুড়ে অশান্তির অভিযোগ তুলে প্রতিবাদে সোচ্চার হল বিজেপি ও কংগ্রেস। এদিন নির্বাচন প্রক্রিয়া চলাকালীনই অশান্তির অভিযোগে কমিশনের দফতরের সামনে নজিরবিহীন বিক্ষোভ দেখায় কংগ্রেস। এছাড়া
কলকাতার রাজপথে নেমে রাস্তা অবরোধের ডাক দেয় বিজেপিও। এছাড়াও রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্যপালকে রিপোর্ট দেওয়া হবে বলেও ঘোষণা
করেছে বিজেপি। নির্ধারিত সূচী অনুযায়ী এদিন সকাল ৭ টা থেকেই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসতে শুরু করে।
এই খবর লেখা পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া ৫০ জনেরও বেশি আহত হয়েছে।
ঘটনার প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশন দফতরের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। পুলিসের সঙ্গে বেশ কিছুটা ধস্তাধস্তি হয় কংগ্রেস কর্মীদের।
অন্যদিকে, একই কারণে কলকাতার এমজি রোড ও সেন্ট্রাল অ্যাভিনিউ অবরোধ করে বিজেপি। সেই সঙ্গে নির্বাচনে অশান্তির কথা নির্বাচন কমিশন ও রাজ্যপালকে বিজেপির তরফে রিপোর্ট  দেওয়া হবে বলে জানা গিয়েছে। এদিন নির্বাচনকে কেন্দ্র করে কমিশনে ৬৫০০ অভিযোগ জমা পড়েছে।
এই ধরণের ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রক থেকে রাজ্যের কাছে রিপোর্ট তলব করা হয়েছে।

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × four =