কলকাতা 

রাজ্যে কী বিধানসভা ভোট এগিয়ে আসছে ? দলীয় বৈঠকে বিজেপি নেতা মুকুল রায়ের মন্তব্য ঘিরে জল্পনা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্যে বিধানসভা ভোট এগিয়ে  আসছে ?  কারণ জাতীয় কর্মসমিতির সদস্য মুকুল রায়ের এক মন্তব্যকে ঘিরে। লোকসভা ভোটের ফলের পর্যালোচনা করতে মঙ্গলবার কলকাতায় মহারাষ্ট্র নিবাসে বৈঠকে বসে বিজেপি। দলীয় সূত্রের খবর, সেখানে মুকুল পরিসংখ্যান দিয়ে বলেন, লোকসভার ফলে বিজেপি ১৬টা জেলায় এগিয়ে আছে, আর চারটি জেলায় ৪০%-এর বেশি ভোট পেয়েছে। এই প্রেক্ষিতে উপস্থিতি নেতাদের কাছে তিনি জানতে চান, তা হলে কি ২০২১ অবধি রাজ্য সরকার চলতে দেওয়া উচিত নাকি বিধানসভা ভোট এগিয়ে আনা উচিত। জেলা নেতাদের অনেকেই বলেন, ভোট এগিয়ে এলেই ভাল। দলীয় সূত্রের আরও খবর, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) রামলাল এ দিন ওই বৈঠকে বলেন, তাঁদের অভ্যন্তরীণ রিপোর্ট বলছে, এখনই রাজ্যে বিধানসভা ভোট হলে চমকপ্রদ ফল হবে।

বস্তুত, এ দিন বৈঠকে ওই সব আলোচনা হলেও এখনও পর্যন্ত বিজেপির আনুষ্ঠানিক অবস্থান ‘অগণতান্ত্রিক’ ভাবে রাজ্য সরকার ভেঙে দিয়ে বিধানসভা ভোটে যাওয়ার পক্ষে নয়। দলের নেতৃত্বের একটা বড় অংশ মনে করেন, ওই পথে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ‘অগণতান্ত্রিক’ হিসাবে তুলে ধরে মানুষের সহানুভূতি আদায় করতে পারবেন। অর্থাৎ, ওই পদক্ষেপ বিজেপির পক্ষে ‘আত্মঘাতী’ হবে।

Advertisement

বিজেপি সূত্রের আরও খবর, এ দিনের বৈঠকে দলের সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ বলেন, এই লোকসভা ভোট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মুখ’-এ পার হয়ে গিয়েছে। কিন্তু বিধানসভা ভোটে লড়তে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। যাঁর মোকাবিলা করার মতো কোনও ‘মুখ’ এখনও দল হাজির করতে পারেনি। সুতরাং, সংগঠন দিয়েই বিধানসভা ভোটে লড়তে হবে। এই প্রেক্ষিতেই শিবপ্রকাশ বলেন, ৫৮ হাজার বুথে সংগঠন থাকলেও বাকি ২০ হাজারে নেই। সুতরাং, ওই ২০ হাজার বুথে সংগঠন তৈরির এখন দলের আশু কর্তব্য হওয়া উচিত।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × 4 =