কলকাতা 

নারদা মামলায় আইপিএস এসএম মির্জাকে তলব সিবিআইয়ের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  সারদা কেলেংকারির তদন্ত নিয়ে সিবিআইয়ের তৎপরতা যখন চলছে ঠিক তখনই আবার নারদা মামলাতে সক্রিয় হল সিবিআই । এবার নারদা মামলায় তলব করা হয়েছে আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে । ঈদের পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার তাঁকে নিজাম প্যালেসে তাঁকে হাজির হতে বলা হয়েছে ।

নারদার ফুটেজে আইপিএস অফিসার মির্জাকে টাকা নিতে দেখা গিয়েছিল বলে অভিযোগ ।  সেই সময় তিনি বর্ধমানের পুলিশ সুপার ছিলেন। কী কারণে তিনি ওই টাকা নিয়েছিলেন, অথবা কারও নির্দেশে তিনি এই টাকা নিয়েছিলেন কিনা, এ বিষয়টি এখনও স্পষ্ট হয়নি। মূলত সেই কারণেই মির্জাকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

Advertisement

নারদকর্তা ম্যাথু স্যামুয়েলকে জেরা করে তৎকালীন বর্ধমানের পুলিশ সুপার মির্জার বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। কিন্তু মির্জার বয়ানের সঙ্গে সেই সব তথ্য মেলেনি। ফলে নারদ তদন্ত নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফের মির্জাকে জেরা করতে চায় সিবিআই। এক জন সরকারি আধিকারিক কেন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিলেন, এর সঙ্গে কোনও রাজনৈতিক যোগাযোগ রয়েছে কিনা, অথবা এই টাকা নিয়ে তিনি অন্য কাউকে দিয়েছিলেন কিনা— মির্জাকে জিজ্ঞাসাবাদ করে সেই সব প্রশ্নের উত্তর জানতে চাইছেন গোয়েন্দারা।

২০১৪ সালের নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল রাজ্যে এসে একটি স্টিং অপারেশন করেছিলেন। ২০১৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে সেই ফুটেজ সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। তার পর হাইকোর্টের নির্দেশে তদন্তে নামে সিবিআই।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 + three =