দেশ 

দোভালেই আস্থা মোদীর ; কেন্দ্রীয় মন্ত্রীর সমান মর্যাদা পাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গত পাঁচ বছর ধরে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে সামলেছেন , সার্জিক্যাল স্ট্রাইক করে দেশের মানুষের কাছে রাতারাতি মোদীকে হিরোতে পরিণত করেছিলেন সেই অজিত দোভালকেই আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করলেন মোদী । নরেন্দ্র মোদীর প্রথম বারের প্রধানমন্ত্রিত্বের পাঁচ বছরে তাঁর পদমর্যাদা ছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সমান। সরকারের শীর্ষ সূত্রে খবর, নিয়োগের পাশাপাশি তাঁর সেই পদমর্যাদাও এ বার বাড়িয়ে তাঁকে দেওয়া হচ্ছে পূর্ণমন্ত্রীর মর্যাদা। অর্থাৎ এ বার থেকে পূর্ণমন্ত্রীর মতোই যাবতীয় সুযোগসুবিধা পাবেন দোভাল।

২০১৪-য় প্রধানমন্ত্রী হওয়ার পরই প্রাক্তন গোয়েন্দাকর্তা দোভালকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে নিয়ে আসেন নরেন্দ্র মোদী। তার পর একে একে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে জঙ্গি দমনে তাঁর নেতৃত্বেই সাফল্য এসেছে বলে মনে করছে মোদী সরকার।

Advertisement

১৯৬৮-তে কেরল ক্যাডারের আইপিএস দোভাল চাকরিতে যোগদান করেন ১৯৬৮ সালে। বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পর ২০০৫ সালে অবসর নেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × 2 =