কলকাতা 

‘‘ ইভিএম হঠাও ,গণতন্ত্র বাঁচাও, ব্যালট ফিরিয়ে দাও— এই আন্দোলন বাংলা থেকে শুরু হবে। গোটা দেশে ছড়িয়ে দেওয়া হবে।’’ দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকের পর ঘোষণা মমতার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ‘‘ইভিএম হঠাও , গনতন্ত্র বাঁচাও ; ব্যালট ফিরিয়ে দাও ‘’ এই শ্লোগানকে সামনে রেখে প্রচারে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস । সোমবার নবান্নে দলীয় বিধায়ক ও মন্ত্রীদের সঙ্গে রাজ্যের সাংগঠনিক অবস্থা ও উন্নয়ন মূলক এবং লোকসভা নির্বাচনের দলের বিপর্যয়ের কারণ বিশ্লেষণ করার জন্য বৈঠক করেন ।  বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় আবার ইভিএম নিয়ে সরব হয়েছেন। ইভিএম হঠাও গনতন্ত্র বাঁচাও এই শ্লোগান নিয়ে তৃণমূল কংগ্রেস প্রচারে নামবে বলে তিনি জানান ।

উল্লেখ্য ,এ বারের লোকসভা ভোটের ফল বেরনোর আগে থেকেই ইভিএম-এ কারচুপির অভিযোগ করে আসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটগণনার পরেও সেই অভিযোগ থেকে সরেননি। এ বার তাতে আরও গতি আনতে আন্দোলনের কর্মসূচি নিল তৃণমূল। নবান্নে তিনি বলেন, ‘‘গণতন্ত্র বাঁচাও, ব্যালট ফিরিয়ে দাও— এই আন্দোলন বাংলা থেকে শুরু হবে। গোটা দেশে ছড়িয়ে দেওয়া হবে।’’ ভোটগ্রহণে প্রচুর ইভিএম খারাপ, ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের গণনা মেলানো নিয়েও উষ্মা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ‘‘মাত্র দু’শতাংশ ভিভিপ্যাট গোনা হয়েছে। বাকি ৯৮ শতাংশ যে আগে থেকে প্রোগ্রামিং করা ছিল না, তা কে বলতে পারে। আবার ভোটে যে সব ইভিএম খারাপ হয়েছিল, সেগুলি পাল্টানো হয়েছিল। কিন্তু সেগুলিতে মক পোল করে ঠিকঠাক চেক করা হয়েছিল কি না, তা জানা নেই। ওইগুলিতেও আগে থেকে প্রোগ্রামিং করে রাখা হতে পারে।’’

Advertisement

লোকসভা ভোটে দলের কোনো ক্ষতি হয়নি বলে তিনি দাবি করেন ।তৃণমূল নেত্রী এ দিন বলেন, ‘‘ফলাফলকে এই ভাবে বিচার করা উচিত নয়। লোকসভা, বিধানসভা, পুরসভা, পঞ্চায়েত— প্রতিটি ভোটই আলাদা সমীকরণে হয়।’’ লোকসভা ভোটের হিসেব ধরলেও রাজ্যে এখনও স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তৃণমূলের। সিপিএমের ভোট বিজেপিতে স্থানান্তর হওয়ার জন্য তৃণমূলের এই ফল বলেও এ দিন ফের মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা

২১ জুলাই শহিদ দিবসকে মাথায় রেখে জেলায় জেলায় ‘জনসংযোগ যাত্রা’ করবে তৃণমূল। নেতৃত্বে থাকবেন সংশ্লিষ্ট এলাকার সাংসদ-বিধায়কেরা। ২১ জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে। জেলা সভাপতি এবং জনপ্রতিনিধিরা মিলে এই জনযোগ যাত্রার রুট ঠিক করবেন বলে নির্দিষ্ট করে দিয়েছেন দলনেত্রী।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four + seven =