কলকাতা 

তৃণমূলের বিধায়ক সংখ্যা বেড়েই চলেছে একই সঙ্গে পঞ্চায়েত ও পুর প্রতিনিধিরাও ছ‘দফাতে হবে তৃণমূল সাফ দাবি মুকুলের ; লাইনে কারা আছেন জানতে চান ? ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কয়েক দিন কানাঘুষো চলছিল বেশ কয়েক জন তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দিতে যাচ্ছে । ২৮মে তো বিজেপির এক কেন্দ্রীয় নেতা বলেই ফেললেন সাত দফাতে শেষ হবে তৃণমূল । দুদিন আগে বিজেপি নেতা মুকুল রায় বলেছিলেন ১০ জন তৃণমূল বিধায়ক তাঁর সঙ্গে সঙ্গে যোগাযোগ রাখছেন । কিন্ত রবিবার তিনিই বললেন না , সংখ্যাটা দশ নয় , ৫০ জন বিধায়ক যোগাযোগ রাখছেন বিজেপিতে যোগ দেওয়ার জন্য । শুধু এখানেই শেষ নয় , এদের সঙ্গে রয়েছের বেশ কয়েকটি পঞ্চায়েত সমিতির সভাপতি ও পঞ্চায়েত প্রধান এবং পুরসভার চেয়ারম্যান থেকে কাউন্সিলার । এরা নাকি সবাই তৃণমূলে যোগ দিতে চলেছেন । তবে তিনি একই সঙ্গে এও বলেছেন আরও ৬ দফায় তৃণমূল বিজেপিতে যোগ দেবে ।

দিন দুয়েক আগে সংখ্যাটা ছিল কম। এবার এক ধাক্কায় বেড়ে গেল যোগাযোগকারী তৃণমূল বিধায়কের সংখ্যা। এদিন বিজেপি নেতা মুকুল রায় দাবি করেন, তৃণমূলের ৫০ জন বিধায়ক যোগাযোগ করেছেন তাঁর সঙ্গে। একইভাবে বহু পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এমন কী পুরপ্রধানরাও তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন বলে দাবি করেছেন তিনি।

Advertisement

জয় শ্রীরাম স্লোগান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণ নিয়ে বিজেপির তরফে কটাক্ষ করা হচ্ছে। এদিন এপ্রসঙ্গে মুকুল রায় বলেন, মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই মুকুল রায় বলেন, তাঁকে(নিজেকে) দেখে যদি কেউ মা-মাটি-মানুষ বলে স্লোগান দেন, তাহলে কি তিনি রেগে যাবেন,? প্রশ্ন করেন বিজেপি নেতা।

তৃণমূল থেকে বিজেপিতে দলবদল নিয়ে দীর্ঘদিন ধরেই সক্রিয় মুকুল রায়। এর আগে তিনি দাবি করেছিলেন ২০২১-এর আগেই সংখ্যালঘু হয়ে পড়বে রাজ্যের তৃণমূল সরকার। তবে তিনি তাড়াতাড়ি কিছু করার পক্ষপাতি নন। একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কটাক্ষ করে মুকুল রায় বলেছিলেন, বুকের ব্যথা একদিনে হয়ে গেল, স্ট্রোক হয়ে গেল, ডাক্তার সারিয়ে দিক, তা তিনি চান না। বুকের ব্যথা ধিক ধিক করে বারুক। একটু দলবদলে ব্যথা, আবার একটু বুকের ব্যথা কমল, আবার দলবদল, আবার বুকের ব্যথা। সেই পথেই কী হাঁটতে চলেছেন বাংলার চাণক্য !


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

six + six =