দেশ 

দেশের সব কৃষকদের বছরে ৬ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিল মোদী মন্ত্রীসভা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদীর শুক্রবার প্রথম মন্ত্রীসভার বৈঠকে গুরুত্ব সিদ্ধান্ত নিয়ে ফেলল কৃষকদের স্বার্থে ।সরকার গঠনের  পর প্রথম মন্ত্রীসভার বৈঠকে কৃষকদের জন্যে যুগান্তকারী দুটি সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিলেন । ২ একর পর্যন্ত জমি থাকা প্রান্তিক কৃষকদের জন্য বছরে ৬ হাজার টাকা করে যে উৎপাদন সহায়তা গত বাজেটে ঘোষণা করা হয়েছিল, সেই প্রকল্প দেশের সব কৃষকের জন্যই ওই প্রকল্প কার্যকর করা হচ্ছে। আর এই জন্যে ইতিমধ্যে ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

উল্লেখ্য, লোকসভা ভোটের আগে কৃষকদের দুরাবস্থা একটা ইস্যু হয়ে উঠেছিল। এই ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে কংগ্রেস সহ বিরোধীরা কার্যত প্রচার চালিয়েছিল। দিল্লির মসনদে দ্বিতীয়বারের জন্যে ফিরেছেন নরেন্দ্র মোদী। আর তাই এবার প্রথমদিন থেকে কৃষকদের মন পাওয়ার চেষ্টা মোদী সরকারের। আর এজন্যে গরিব কৃষকদের সকলকেই বছরে ৬ হাজার টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা করলেন।

Advertisement

একইসঙ্গে ক্ষুদ্র কৃষকদের ৬০ বছরের পর পেনশন প্রদানের সিদ্ধান্তও বলবৎ করা হবে, যা বাজেটে ঘোষণা করা হয়েছিল। ৩ হাজার টাকা করে মাসিক পেনশন। একইভাবে রিটেল ব্যবসায়ীরাও ৩ হাজার টাকা করে পেনশন পাবেন ৬০ বছর বয়সের পর।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

thirteen + 17 =