কলকাতা 

কলকাতা বিশ্ববিদ্যালয়েও জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বিক্ষোভ মিছিল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতা বিশ্ববিদ্যালয় রাজ্য তো বটেই দেশ তথা দেশের বাইরে এর যথেষ্ট সুনাম রয়েছে । ১৬০ বছরে কলকাতা বিশ্ববিদ্যালয় তার গৌরব এখনও বিরাজ করছে । তার গৌরবে অন্যতম বিষয় হল দেশের সম্প্রীতি রক্ষায় এই বিশ্ববিদ্যালয় ভূমিকা পালন করে আসছে । আর সেই বিশ্ববিদ্যালয়ের অন্দরে ‘ জয় শ্রীরাম ‘ ধ্বনি শোনা গেল । বাঙালি জাতিসত্তার বিরোধী । ‘ জয় শ্রীরাম ‘ একটি ধর্মীয় শব্দ তা কোনো দিন আন্দোলনের শ্লোগান হতে পারে না । কিন্ত দুঃখের হলেও এই শ্লোগান এখন রাজনৈতিক পরিণত হয়েছে ।

শুক্রবার ষষ্ঠ পে কমিশনের দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীচারীদের একাংশ বিক্ষোভ দেখান৷ সেই বিক্ষোভ আন্দোলনেই শোনা গেল তারস্বরে রাম ধ্বনি।

Advertisement

এই আন্দোলনের মূল আয়োজক ‘ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ কর্মচারী ইউনিয়ন। সহযোগিতা ছিল সরকারী কর্মচারী পরিষদ এবং ওয়েস্ট বেঙ্গল প্রাইমারী ট্রেনিং টিচার অ্যাসোসিয়েশন। তিন সংগঠন মিলে বিকেল তিনটে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবস্থান বিক্ষোভ করে। বিক্ষোভ প্রদর্শন শুরু হয় বিদ্যাসাগরের মূর্তিতে মালা পরিয়ে।

এরপরে তিন সংগঠনের দাবি কার্যক্রম ছিল পে কমিশনের চেয়ারপার্সন অভিরূপ সরকারের কুশ পুতুল পোড়ানো। এই কুশ পুতুল পোড়ানোর ঠিক আগের মুহূর্তেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে দাঁড়িয়ে পুত্তলিকা হাতে ওঠে আন্দোলনকারীদের রাম স্লোগান।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

11 − three =