দেশ 

দ্রুত এনআরসি প্রকাশ করার অজুহাতে কোনও গাফিলতি চলবে না। যাদের নাগরিকত্ব নিয়ে আপত্তি এসেছে তাঁদের নাগরিকত্ব প্রমাণের ও এনআরসিতে নাম ঢোকানোর পর্যাপ্ত সুযোগ দিতে হবে : সুপ্রিম কোর্ট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দেশের কোনো নাগরিক যেন জাতীয় নাগরিক পঞ্জী থেকে বাদ না পড়েন সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য এনআরসিকে নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট । আর এই কারণেই এনআরসি-র তৃতীয় খসড়া রিপোর্ট প্রকাশের তারিখ আরও সাত দিন পিছিয়ে গেল ।

সংবাদে প্রকাশ কারগিল যুদ্ধে অংশগ্রহণকারী সেনা জওয়ানের জাতীয় নাগরিক পঞ্জী থেকে বাদ পড়েছে । এনিয়ে দেশের সব জাতীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে । কারগিল যুদ্ধে অংশগ্রহণকারী সেনা জওয়ান সানাউল্লাহকে যেভাবে বাংলাদেশি সন্দেহে জেলে দেওয়া হয়েছে তা নিয়ে শীর্ষ উদ্বেগ প্রকাশ করেছে । একইসঙ্গে অসমের সাংসদ আবদুল খালেকের মায়ের নাগরিকত্ব নিয়ে যেসব সংবাদ প্রকাশিত তা নিয়েও সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করেছে ।

Advertisement

আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি অনিরুদ্ধ বোসের ভেকেশন বেঞ্চ অসমের এনআরসি কোঅর্ডিনেটর প্রতীক হাজেলাকে নির্দেশ দেয়,  দ্রুত এনআরসি প্রকাশ করার অজুহাতে কোনও গাফিলতি চলবে না। যাদের নাগরিকত্ব নিয়ে আপত্তি এসেছে তাঁদের নাগরিকত্ব প্রমাণের ও এনআরসিতে নাম ঢোকানোর পর্যাপ্ত সুযোগ দিতে হবে।  গগৈয়ের মতে,  সংবাদে যা বেরোচ্ছে সবই মিথ্যে বা অতিরঞ্জিত হতে পারে না। গোটা প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে। হাজেলা অতিরিক্ত খসড়া প্রকাশ করতে আরও সাতদিন সময় চেয়েছিলেন। বিচারপতি গগৈ তা মেনে নিয়েছেন। ফলে খসড়া প্রকাশিত  হবে ২২ জুন।

আদালতের নির্দেশ, ৩১ জুলাইয়ের মধ্যে নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে।  তার মধ্যে প্রায় আড়াই লক্ষ দাবি-আপত্তি জমা পড়েছে। তারও নিষ্পত্তি করতে হবে। অনেক ক্ষেত্রেই মিথ্যে আপত্তির ফলে নাজেহাল হচ্ছেন প্রকৃত হয়।

এনআরসির নমুনা পূনর্মূল্যায়ন,  অতিরিক্ত খসড়া প্রকাশ,  আড়াই লক্ষ আপত্তি মেটান, খসড়াছুট ৪০ লক্ষের আবেদন যাচাই করা,  বিভিন্ন সংশোধন শেষ করে আর দু মাসের মধ্যে চূড়ান্ত এনআরসি প্রকাশ করতে হবে। এনআরসি প্রকাশের সময়সীমা আর বাড়াতেও রাজি নন গগৈ। এখন পর্যন্ত মাত্র ৭০ শতাংশ আপত্তির নিষ্পত্তি হওয়ায় অসন্তোষ প্রকাশ করে দ্রুত নির্ভুলভাবে সব আপত্তি মেটাতে বলেন গগৈ।

পাশাপাশি রাজ্যে আরও ফরেনার্স ট্রাইব্যুনাল গড়তে ও সেখানে বিচারক নিয়োগের জন্য অবসরপ্রাপ্ত সচিব বা অতিরিক্ত সচিবদের নিয়ে সিলেকসন কমিটি গড়তে অনুমতি দেয় বেঞ্চ।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four − three =