কলকাতা 

সিবিআইয়ের সমন খারিজের আবেদন কলকাতা হাইকোর্টে রাজীব কুমারের ; আজই হতে পারে শুনানী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সিবিআই যখন রাজীব কুমারের বিরুদ্ধে জোরালো প্রমাণ খুঁজতে ব্যস্ত আরও তথ্য প্রমাণ পেশ করে সাবেক পুলিশ কমিশনারকে জালে ফেলতে চেষ্টা চালিয়ে যাচ্ছে । ঠিক সেই সময় রাজীব কুমারও নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন । অন্যদিকে রাজীব কুমার কোথায় আছেন তাঁকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে সিবিআই, ঠিক তখনই তিনি আত্মপ্রকাশ করলেন । তিনি চেয়েছিলেন সাত দিনের সময় । কিন্ত কয়েক দিনের মধ্যেই তিনি আদালতে গিয়ে সিবিআইয়ের সমন বাতিলের আবেদন করে সবাইকে চমকে দিয়েছে ।

আজ বৃহস্পতিবার তিনি সিবিআইয়ের সমন খারিজ করার দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন । জানা গেছে বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে এই আবেদনের শুনানী আজই হতে পারে

Advertisement

সুপ্রিমকোর্টের রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই গত রবিবার রাজীব কুমারকে সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে সিবিআই। কিন্তু ছুটিতে আছেন বলে জানিয়ে সোমবার সিবিআইয়ের কাছে ৭ দিন সময় চান কলকাতার প্রাক্তন নগরপাল। তার পর গুনে গুনে তিন দিন কাটলেও সিবিআইয়ের সঙ্গে কোনও যোগাযোগ করেননি তিনি। এরই মধ্যে সিবিআইয়ের সমন খারিজের দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজীব কুমার।

গত ফেব্রুয়ারিতে সারদাকাণ্ডে জেরার জন্য কলকাতার তৎকালীন পুলিস কমিশনার রাজীব কুমারের বাসভবনে নোটিস দিতে যান সিবিআইয়ের আধিকারিকরা। যা নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে শুরু হয় বেনজির সংঘাত। কেন্দ্রের বিরুদ্ধে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মামলা গড়ায় আদালতে। সুপ্রিম কোর্টের নির্দেশে শিলংয়ে রাজীবকে জেরা করার অনুমতি পায় সিবিআই। তবে গ্রেফতারির অনুমতি ছিল না। এরই মধ্যে নির্বাচন চলাকালীন রাজীব কুমার থেকে পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে বদলি করে কমিশন।

সিবিআই সূত্রের খবর, তদন্তে গোয়েন্দাদের সাহায্য করছেন না রাজীব। তাই তাঁকে গ্রেফতারির প্রস্তুতি নিচ্ছে সিবিআই। সেজন্য আইনজ্ঞদের সঙ্গে যোগাযোগও শুরু করেছে তারা।

 

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × 3 =