দেশ 

বিপর্যয়ের পর আরও কঠোর সিদ্ধান্ত নিয়ে দলকে জনমুখী করার উদ্যোগ কংগ্রেসের ; কী সেই সিদ্ধান্ত জানতে চান ? ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নির্বাচনে পরাজয়ের জেরে কংগ্রেসকে অনেক বেশি বাস্তববাদী করে তুলেছে । এবার কংগ্রেস নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে ,আগামী এক মাস কোনও টেলিভিশন চ্যানেলের কোনও বিতর্ক অনুষ্ঠানেই দলের কোনও প্রতিনিধি বা মুখপাত্রকে পাঠাবে না কংগ্রেস।  কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বৃহস্পতিবার তাঁর টুইটে এই কথা জানিয়েছেন।

রণদীপ লিখেছেন, ‘‘সব টেলিভিশন চ্যানেল-কর্তৃপক্ষ ও সম্পাদকদের অনুরোধ জানানো হচ্ছে, তাঁরা যেন তাঁদের কোনও শো-য়ে কংগ্রেসের কোনও প্রতিনিধিকে আমন্ত্রণ না জানান।’’

Advertisement

দলের এই সিদ্ধান্তের নেপথ্যে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সমর্থন আছে বলে জানা গেছে । রাহুলের মতে কংগ্রেসের কিছু নেতা টিভি চ্যানেলে বির্তক করে বাজিমাত করার চেষ্টা করে । তাঁরা সাধারন মানুষের কাছে যান না । এতে সাধারন মানুষের সঙ্গে কংগ্রেসের দূরত্ব তৈরি হয়েছে । তা কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত । এছাড়া মোদী যে জনাদেশ নিয়ে ক্ষমতায় এসেছে এখন তার বিরুদ্ধে কোনো মন্তব্য করলে তা মানুষ ভাল মনে মেনে নিদে পারবে না । তাই এই মুহুর্তে দলীয় নেতা টিভি চ্যানেলে যাওয়ার উপর নিষেধাঞ্জা জারি করেছে কংগ্রেস ।

সদ্যসমাপ্ত লোকসভা ভোটে ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যত, মুছে গিয়েছে কংগ্রেস। এমনকী, যে ৩টি রাজ্য, গত ডিসেম্বরের বিধানসভা ভোটে কংগ্রেসের হাতে এসেছিল, সেই মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগঢ়েও লোকসভা নির্বাচনে ধরাশায়ী হয়েছে‌ কংগ্রেস, মাত্র ৫ মাসের মধ্যে। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী হেরেছেন তাঁর কেন্দ্র অমেঠীতেও, ২০০৪ সালে যেখানে তিনি অনায়াসে জিতেছিলেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × one =