কলকাতা 

গরমের জন্য অতিরিক্ত ছুটি প্রত্যাহার করছে রাজ্য ; জুনের মাঝামাঝি সময়ে রাজ্যের সব স্কুল খুলছে সিদ্ধান্ত শিক্ষা দফতরের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গরমের জন্য রাজ্য সরকারের ঘোষিত ছুটি প্রত্যাহার করতে চলেছে বলে জানা গেছে । আজ মঙ্গলবার এনিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দফতরের আধিকারিকদের বৈঠক হয় । সেখানেই এই সিদ্ধান্ত হয় বলে জানা গেছে ।সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে কমতে চলেছে গরমের ছুটি। টানা দুমাসের ছুটি নিয়ে বহু বিতর্কের সম্মুখীন হয়েই এমন সিদ্ধান্ত নিতে চলেছে বলে রাজ্য সরকার বলে জানা গিয়েছে সূত্র মারফৎ।

আগামী ৮ জুন পর্যন্ত গরমের ছুটি রয়েছে । এরপরেই যেকোনো দিন খুলে যেতে পারে স্কুলগুলি বলে জানা গিয়েছে। তবে রাজ্য সরকারের কোন অফিসিয়াল সাইটেই এখনও পর্যন্ত এই ধরণের কোনও বিজ্ঞপ্তি জারি করা হয় নি। তবে জানা গেছে ,৩০ জুনের আগেই খুলে যাচ্ছে স্কুল।

Advertisement

৩ মে থেকে অত্যাধিক গরমের জেরে টানা দু’মাস ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। এতদিন টানা ছুটি ঘোষণা করায় স্কুল শিক্ষা দফতরে জমা পড়ে পাহাড় প্রমাণ অভিযোগ। সেই সঙ্গেই বিভিন্ন কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত অমূলক বলেও জানিয়েছিলেন শিক্ষা মহলের অনেকেই। অনেকেই বলেছিলেন, জুনে এমনিতেই বর্ষা চলে আসে তাহলে ওই সময় গরমের ছুটি অযৌক্তিক। সদ্য দ্বাদশ শ্রেনীতে ভরতি হওয়া ছাত্র-ছাত্রীরা জানিয়েছিলেন তাঁদের অসুবিধার কথা।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen − 1 =