কলকাতা 

মমতার মন্ত্রিসভায় গুরুত্ব বাড়ল সুব্রত , শুভেন্দু , রাজীব ,মলয়ের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : লোকসভা ভোটে ভাল ফল হয়নি । তাই জনগণের সঙ্গে আরও নিবিড়ি সম্পর্ক গড়তে রাজ্য মন্ত্রিসভায়  রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল বুধবার মন্ত্রিসভায় এই রদবদল হবে। নয়া মন্ত্রিসভায় দায়িত্ব বাড়ছে শুভেন্দু অধিকারীর। সংগঠনের পাশাপাশি মন্ত্রিসভাতেও এবার বাড়তি দায়িত্ব তাঁর কাঁধেই ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, পরিবহণের পাশাপাশি জলসম্পদ, সেচদফতরের বাড়তি দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে।  সুব্রত মুখোপাধ্যায় আবার ফিরে পাচ্ছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। উল্লেখ্য, লোকসভা ভোটের আগে পঞ্চায়েত দফতর থেকে ইস্তফা দিয়েছিলেন সুব্রত। কিন্তু ভোট মিটতেই ফের স্বপদে সুব্রতকে ফেরালেন মমতা।

অন্যদিকে নবান্ন সূত্রে জানা গিয়েছে, জনস্বাস্থ্য কারিগরি থেকে মলয় ঘটক পাচ্ছেন শ্রম ও আইন দফতরের দায়িত্ব। জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশ দফতরের দায়িত্ব পাচ্ছেন সৌমেন মহাপাত্র। বন দফতর পেলেন ব্রাত্য বসু। বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে সুজিত বসুকেও। আদিবাসী কল্যাণ দফতরের দায়িত্ব যাচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাতে।

Advertisement

জানা যাচ্ছে, এখনই মন্ত্রিত্ব না গেলেও আপাতত দফতর হারা হচ্ছেন বনমন্ত্রী বিনয় বর্মন ও পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী শান্তিরাম মাহাত। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামিকাল বুধবার থেকেই মন্ত্রীরা নতুন দফতরের দায়িত্ব বুঝে নেবেন। ইতিমধ্যে এই সংক্রান্ত ফাইল রাজভবনে পাঠিয়ে দিয়েছে নবান্ন।

রাজনৈতিকমহলের মত, ভোটে সেই অর্থে কাজ না করতে পারার কারণেই মন্ত্রিত্বের বেশ রদবদল ঘটালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

13 − 9 =