কলকাতা 

প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন মমতা ; ওইদিন হচ্ছে না পুরসভার ইফতার মজলিস

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আগামী ৩০ মে, সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি ভবনে দ্বিতীয় বার প্রধানমন্ত্রীপদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার জন্যই ইফতার মজলিসের দিন পরিবর্তন করা হয়েছে । তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা প্রতি বছরই রমযান মাস উপলক্ষ্যে ইফতার মজলিসের আয়োজন করে থাকে । এবছর ৩০মে বৃহস্পতিবার এই ইফতার মজলিসের আয়োজন করা হয়েছিল । প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার জন্য ওই দিন মুখ্যমন্ত্রী দিল্লি যাবেন তাই নির্ধারিত ইফতার মজলিস বাতিল করা হয়েছে ।

মঙ্গলবার নবান্নে মমতা জানান, তিনি ৩০ মে দিল্লি যাচ্ছেন। লক্ষ্য ওই দিন সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়া। তিনি জানিয়েছেন, সাংবিধানিক সৌজন্যতা বজায় রাখতেই তিনি ওই শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন।

Advertisement

প্রসঙ্গত, আগামী বৃহস্পতিবার ওই দিনই কলকাতা পুরসভার উদ্যোগে একটি ইফতার মজলিসে অংশ নেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী। কিন্তু একই দিনে প্রধানমন্ত্রীর শপথগ্রহণ আয়োজিত হওয়ায় আপাতত ওই ইফতার মজলিস বাতিল করা হচ্ছে।

পুরসভা সূত্রে খবর, ৩০ মে-র ইফতার পার্টি আয়োজিত হবে আগামী ৩ জুন। মুখ্যমন্ত্রী দিল্লি চলে যাওয়ায় অনুষ্ঠানটি পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এ ব্যাপারে পুরসভার তরফে বিজ্ঞপ্তি দিয়ে ইফতার পার্টি পিছিয়ে যাওয়ার বিষয়টি প্রচার করা হবে।

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twelve − ten =