কলকাতা প্রচ্ছদ 

পঞ্চায়েত নির্বাচনে মৃত্যু মিছিল অব্যাহত,মমতার সংখ্যালঘু দরদ নিয়ে খোঁচা মুকুলের

শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচনের একদিন আগে আরও একজন বিজেপি সমর্থকের মৃত্যু হয়েছে। জানা গেছে এ পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে,যাদের মধ্যে ২২ জন মুসলিম। রা্জ্যের আইন শৃঙ্খলার অবস্থা শোচনীয় এর বিবরণ দিতে গিয়ে আজ বিজেপি নেতা মুকুল রায় বলেছেন, গত ৩ এপ্রিল থেকে আজ পর্যন্ত সব রাজনৈতিক দল মিলিয়ে ৩৬ জন সমর্থকের মৃত্যু হয়েছে।এর মধ্যে ২২ জনই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তিনি নাম না করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেন,যাঁরা দাবি করেন তাঁরা  সংখ্যালঘুদের পাশে আছেন তাদের রাজত্বে একটি নির্বাচন করতে গিয়ে এতগুলি সংখ্যালঘু মানুষ খুন হয়েছে কেন? তাহলে তাদের সংখ্যালঘু দরদ শুধু মাত্র প্রচার মাত্র।

তৃণমূল দলের প্রাক্তন সেকেন্ড ইন কমান্ড বর্তমানে বিজেপি নেতা মুকুল রায় দাবি করেন,মানুষের সমর্থন হারিয়েছে তৃণমূল কংগ্রেস তাই তারা এখন সন্ত্রাস সৃষ্টি করে ভোটে জিততে চাইছে। তবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারলে বিজেপি-র জয় নিশ্চিত। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এখন সিভিকদের ভোটের কাজে লাগিয়ে জোর করে জিততে চাইছেন। পরিকল্পনামাফিক সিভিকদের পুলিশের পোশাক পরিয়ে ভোটের কাজে লাগাবে তৃণমূল সরকার।বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায় আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃতীয় বার সরকার গঠন করতে পারবে না।

Advertisement

শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen − 13 =