কলকাতা 

‘মমতার কথা আর কেউ বিশ্বাস করেন না’। তৃণমূল দলটাই উঠে যাবে : মুকুল রায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : লোকসভা ভোটের ফল বের হওয়ার পর বিজেপি নেতা মুকুল রায় রবিবার সাংবাদিক সম্মেলনে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন । তিনি এদিন বলেন মমতার কথা আর কেউ বিশ্বাস করেন না । তৃণমুল দলটাই উঠে যাবে বলেও মুকুল রায় মন্তব্য করেন ।

উল্লেখ্য, শনিবার দলীয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , ফল প্রকাশ হওয়ার পর তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন । দল তাকে পদত্যাগ করতে দেয়নি । এ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুকুল রায় বলেন , দলটা তো ওঁর । কার কাছে পদত্যাগ করতে গিয়েছিলেন ? আসলে তিনি নিজেই পদত্যাগ পত্র লিখেছেন , নিজেই তা খারিজ করেছেন ।

Advertisement

গতকালই মুখ্যমন্ত্রী ইফতার যাওয়ার প্রসঙ্গ নিয়ে বলতে গিয়ে বলেছেন , যে গরু দুধ দেয় তার লাথ খাওয়া ভাল । এ প্রসঙ্গে মুকুল রায় বলেন , মুসলমানদের তিনি গরুর সঙ্গে তুলনা করলেন । এটা তো ওই সম্প্রদায়কে অপমান করা হয়েছে । তিনি আরও বলেন আর কয়েকটা দিন অপেক্ষা করুন দেখতে পাবেন তৃণমূল দলটাই শেষ হয়ে গেছে । লোকসভা ভোটে রাজ্যে বিপুল সাফল্য বিজেপির। ২ থেকে সাংসদ সংখ্যা বেড়ে হয়েছে ১৮। রাজনৈতিক মহলে জোর চর্চা, দিল্লিতে যদি অমিত শাহ হন, বাংলার চাণক্য তবে মুকুল রায়। সেই মুকুল রায় তীব্র কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূলকে। বললেন, ‘মমতার কথা আর কেউ বিশ্বাস করেন না’। তৃণমূল দলটাই উঠে যাবে বলেও মন্তব্য বিজেপি নেতার।

ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটছে। প্রায় প্রতি দিনই বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তেজনা ছড়াচ্ছে নানা প্রান্তে। তার মধ্যেই উঁকি দিচ্ছে নানা রাজনৈতিক জল্পনা। তৃণমূল ছেড়ে আরও অনেকে বিজেপিতে যোগ দিতে পারেন বলেও হাওয়ায় ভাসছে গুঞ্জন। এই প্রেক্ষিতে মুকুল রায়ের তাৎপর্যপূর্ণ ঘোষণা, তৃণমূল দলটাই উঠে যাবে।

ভোটের আগে ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিংহ, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-দের দলে আনা এবং টিকিট দেওয়ায় মুকুল রায়ই ছিলেন প্রধান কারিগর। তাঁদের জিতিয়ে সংসদেও পাঠানোতেও তাঁর অবদান এক বাক্যে মেনে নিচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

six + 4 =