কলকাতা 

কেন্দ্রের লুক আউট নোটিশ জারির পরেই পুলিশ কর্তা রাজীব কুমারের বাড়িতে রবিবার সন্ধ্যায় সিবিআইয়ের নোটিশ , কাল সকালেই দফতরে তলব

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রবিবার সন্ধ্যায় কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই হানা দেয় । সিবিআইয়ের মূল লক্ষ্য ছিল সাবেক পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করা । কিন্ত সিবিআই অফিসাররা লাউডন স্ট্রিটে অবস্থিত পুলিশ কমিশনারের বাড়িতে গেলে সেখান থেকে তাঁদের বলে দেওয়া হয় এটা কমিশনারের আবাস এখানে বর্তমান কমিশনার থাকেন । রাজীব কুমার এখানে থাকেন না ।

এদিকে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। এই লুক আউট নোটিশ এক বছরের জন্য জারি করেছে কেন্দ্রের স্বরাষ্ট্র দফতর । ২৪ মে শুক্রবার সুপ্রিম কোর্ট রাজীব কুমারের রক্ষা কবচের মেয়াদ বৃদ্ধির আবেদন খারিজ করে দেওয়ার পর এই লুক আউট নোটিস জারি করা হয় বলে জানা গিয়েছে। এই নির্দেশের ফলে কোনওভাবেই দেশের বাইরে যেতে পারবেন না তিনি। তাঁকে বিমানবন্দরে পেলেই গ্রেফতার করা হবে।

Advertisement

২৪ মে শেষ হয় সুপ্রিম কোর্টের দেওয়া রক্ষা কবচের সময়সীমা। কিন্তু নিম্ন আদালত থেকে সেই সংক্রান্ত আদেশ রাজীব কুমার এখনও পাননি। শুক্রবার বিচারপতি মিশ্রের বেঞ্চ বলে, এই রায় সুপ্রিম কোর্ট থেকেই দেওয়া হয়েছিল। পাশাপাশি এই রায় দিয়েছিল প্রধান বিচারপতিপর বেঞ্চ। তাই সেই রায়ে তিনি হস্তক্ষেপ করতে চাইছেন না। সেই সময় রাজীব কুমারের আইনজীবী পশ্চিমবঙ্গে আইনজীবীদের কর্ম বিরতির কথা উল্লেখ করেন। সেই কথায় সন্তুষ্ট না হয়ে উপায়ও বাতলে দিয়েছিলেন বিচারপতি। এই সময়ই রাজীব কুমারের আবেদন খারিজ করে দেওয়া হয়।

এরপরেই রাজীব কুমারের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে স্বরাষ্ট্রমন্ত্রকের অভিবাসন দফতর। একবছরের জন্য এই লুকআউট নোটিশ জারি করা হয়েছে। ২০২০-র ২৩ মে পর্যন্ত জারি থাকবে এই নোটিশ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × 4 =