কলকাতা 

তৃণমূলের ৬০ জন বিধায়ক যোগ দিতে চলেছেন দাবি বিজেপির

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : লোকসভা ভোটের প্রচারে নিয়ম করে মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহ-র বাকযুদ্ধ চলেছে । এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মমতাকে চ্যালেঞ্জ করেছেন । ভোটের ফল প্রকাশ হওয়ার পর দেখা গেল এই রাজ্যে বিজেপি ১৮টি লোকসভা আসন দখল করেছে । তৃণমূল কংগ্রেস ২২ । ভোটের নিরিখে ১২১টি বিধানসভা আসনে এগিয়ে বিজেপি । এই অবস্থায় দলের নিচু তলার কর্মীদের মধ্যে দল ছাড়ার হিড়িক দেখা দিয়েছে ।

আর সেই সম্ভাবনা যে একেবারে অমূলক নয়, সেই আভাসও মিলতে শুরু করেছে। বিজেপির তরফে ফের একবার ভাসিয়ে দেওয়া হয়েছে, তৃণমূলের ৬০ জন বিধায়ক দল ছাড়ছে। ফলে জল্পনা শুরু হয়েছে তাঁদের নাম নিয়ে। এই তালিকায় উঠে আসছে অনেক নাম। উত্তর ২৪ পরগনার কয়েকজন বিধায়ক ছাড়াও এই তালিকায় রয়েছে উত্তরবঙ্গের কয়েকজন বিধায়ক, এমনকী মন্ত্রীর নামও।
শুধু তৃণমূল কংগ্রেসই নয়, বিজেপি এবার হাত বাড়িয়েছে কংগ্রেস ও সিপিএম বিধায়কদের দিকেও। লোকসভায় বিপুল সাফল্য লাভের পর বাম বিধায়করা দলত্যাগ করে বিজেপিতে যোগ দিতে পারেন, এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তার মূল কারণ এই মুহূর্তে রাজ্যে বামেদের সম্ভাবনা শূন্যে গিয়ে ঠেকেছে।

Advertisement

তারপর যদি বিধায়কদের ভাঙাতে পারে বিজেপি, সরকার টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে তৃণমূলের। বিজেপির রাজ্য নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা হুঙ্কার ছাড়ছেন, সরকার আমরা ভাঙব না, তৃণমূলই সরকার ভেঙে দেবে। এমনকী সুনীল দেওধরের মতো নেতারাও আগাম ভোটের সম্ভাবনার কথা জানিয়েছেন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

thirteen + 11 =