আগামী কাল প্রকাশিত হচ্ছে উচ্চ-মাধ্যমিকের ফল
বাংলার জনরব ডেস্ক : আগামী কাল সোমবার উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। এদিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে একই সঙ্গে মেরিট লিষ্টও প্রকাশ করা হবে । তবে সকাল ১১টা থেকে পর্ষদের নির্দিষ্ট ওয়েবসাইটে ( wbresults.nic.in) জানা যাবে ফলাফল। এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন পড়ুয়ারা।
পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে www.wb.allresults.nic.in(এখনও চালু হয়নি), এবং www,examresults.net ওয়েবসাইটে। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। WB <রোল নম্বর> পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে। এবার থেকে সংসদের অ্যাপেও জানা যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল।
অনেক ক্ষেত্রে ওয়েবসাইট ডাউন হয়ে যায়, চটজলদি পরীক্ষার ফলাফল জানতে পারবেন যে সমস্ত ওয়েবসাইট থেকে – www.examresults.net, www.exametc.com, www.indiaresult.com, www.result.shiks
এছাড়াও আপনার মোবাইল নম্বরটি www.exametc.com এখানে আগাম রেজিস্টার করতে পারেন, এতে রেজাল্ট বেরনো মাত্রই এসএমএস পৌঁছে যাবে আপনার কাছে। তার জন্য প্রয়োজন মোবাইল নম্বর এবং রোল নম্বর। গুগুল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন West bengal board result 2019 বা www.result.shiksha অ্যাপ।