দেশ 

“মানুষ যে রায় দিয়েছে, তা আমরা মাথা পেতে মেনে নিয়েছি। কংগ্রেসকে যাঁরা ভোট দিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানাই। শোষিত-নিপীড়িত মানুষের পাশে আমরা সর্বদা রয়েছি। প্রতিকূল পরিস্থিতিতে রাহুলের মতো নেতাকেই প্রয়োজন। তিনিই সংগঠনের পুনর্গঠন করুন। তিনি আমাদের পাশেই রয়েছেন” : কংগ্রেস

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দলের ভরাডুবির দায় মাথায় নিয়ে পদত্যাগ করতে চেয়েছিলেন রাহুল গান্ধী । কিন্ত দলের প্রবীণ থেকে নবীন সব নেতারাই বাধা হয়ে দাঁড়ান ।   এমনকি রাহুল গান্ধী পদত্যাগ করতে চান তা শুনে বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম কেঁদে ফেললেন  ।তিনি বলেন, রাহুল ছেড়ে দিলে দক্ষিণের কর্মীরা আত্মহত্যা করবে। শনিবার কংগ্রেস দলের নির্বাচনী বিপর্যয় নিয়ে বৈঠক হয় । দলের কার্যনির্বাহী কমিটির এই বৈঠকের শুরুতেই নির্বাচনে ভরাডুবির দায় স্বীকার করে রাহুল গান্ধী পদত্যাগ করার কথা বলেন । এরপরেই তাঁর এই প্রস্তাব ওয়ার্কিং কমিটির সদস্যরা বাতিল করে দেন । বৈঠকে উপস্থিত দলের উচ্চ নেতৃত্বের সঙ্গেই উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। সূত্রের খবর, ভোট-বিপর্যয় প্রসঙ্গে বলতে গিয়ে চোখে জল চলে আসে তাঁর।

ভরাডুবির বিভিন্ন কারণ নিয়ে এদিনে বৈঠকে আলোচনা হয় । আবার নতুন করে নতুন উদ্যোমে দলকে শক্তিশালী করার কথা বলা হয় । বৈঠক শেষে সাংবাদিকদের কাছে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরযেওয়ালা বলেন , “মানুষ যে রায় দিয়েছেন, তা আমরা  মাথা পেতে মেনে নিয়েছি। কংগ্রেসকে যাঁরা ভোট দিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানাই। শোষিত নিপীড়িত মানুষের পাশে আমরা সর্বদা রয়েছি। প্রতিকূল পরিস্থিতিতে রাহুলে মতো নেতাকেই প্রয়োজন। তিনিই সংগঠনের পুনর্গঠন করুন।তিনি আমাদের পাশেই রয়েছেন”।

Advertisement

দিল্লিতে আয়োজিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে এদিন  উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, রাজ্যসভার দলনেতা গুলাম নবি আজাদ, মল্লিকার্জুন খাড়গে ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং-সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ব।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × two =