দেশ 

গেরুয়া ঝড়ের নায়ক যদি মোদী হন তাহলে অমিত শাহ জয়ের মূল কারিগর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গেরুয়া ঝড়ে বেসামাল বিরোধীরা । মোদীর আহ্বানে সাড়া দিয়ে দেশের মানুষ দু হাত ভরে ভোট দিয়েছে । জয়ের মূল নায়ক যদি মোদী হন , তাহলে অমিত শাহকে মূল কারিগর বলা যেতে পারে । পাঁচ বছর আগেও তিনি ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পেয়েছেন । আর গতকাল জয়ের পর নায়ক মোদী বললেন, ‘‘অমিতভাই যশস্বী, পরিশ্রমী সভাপতি।’’

নরেন্দ্র মোদীর চাণক্য এই অমিত শাহই। সন্ধ্যায় বৃষ্টিভেজা দিল্লিতে তাঁকেই সঙ্গে নিয়েবিজয়উৎসব’- মাতলেন মোদী।

Advertisement

দলের গোটা সংগঠনের রাশ অমিত শাহের হাতে। কিন্তুব্র্যান্ডমোদীতে শান দিতে কখনও ভোলেন না। আজও তার অন্যথা হল না। মোদীর আগেই বিজেপি দফতরে
সেই ব্র্যান্ডের ধার বাড়িয়ে বললেন, ‘‘এটিই বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদীর ঐতিহাসিক জয়। বুথ ফেরত সমীক্ষা অনেকের হজম হয়নি। ১৭ রাজ্যে কংগ্রেস খাতা খুলতে পারেনি। দেশের জনতা জাতিবাদ, পরিবারবাদ, তোষণের রাজনীতি খারিজ করেছে।’’

লালকৃষ্ণ আডবাণীকে সরিয়ে গুজরাতের গাঁধীনগর থেকে প্রথম বার লোকসভা নির্বাচন করে সাড়ে পাঁচ লক্ষের বেশি ব্যবধানে জিতেছেন। আডবাণীর গত বারের রেকর্ড ছাপিয়ে। আজ সে কেন্দ্রের ভোটারদেরও ধন্যবাদ জানান। খোদ আডবাণীও তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। এমন নয়, এই অমিত শাহের সাংগঠনিক কৌশলে গত পাঁচ বছরে বিজেপি হারেনি। উত্তরপ্রদেশের উপনির্বাচন থেকে হাল আমলে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়ে হেরেছে বিজেপি। তবু আজ বিপুল জনমতের পরে ফের দিল্লির অলিন্দে পুরনো একটি তকমাই ফিরে এল, ‘চাণক্য

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

16 − nine =