জেলা 

মাধ্যমিকে নজরকাড়া সাফল্য আল-আমীন মিল্লি মিশনের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরি : দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ডহারবারের হটুগঞ্জের  আল- আমীন মিল্লি মিশন ২০১৯-এর মাধ্যমিকে নজরকাড়া ফল করেছে । এবছর এই আবাসিক বিদ্যালয় থেকে ৩০ জন ছাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল । এদের মধ্যে একজন ৯১% নম্বর পেয়েছে, ৮০% শতাংশ নম্বর পেয়েছে ৫ জন , ৭৫ % নম্বর পেয়েছে ৪ জন , ৬০%-এর বেশি নম্বর পেয়েছে ১৭ জন আর ৪৫% এর বেশি নম্বর পেয়েছে ৩ জন ছাত্র । এই মিশন থেকে  সর্বোচ্চ নম্বর পেয়েছে মাসুম বিল্লাহ । তার প্রাপ্ত নম্বর ৬৩৮ ( ৯১%) ।

সংস্থার সম্পাদক মাওলানা আবদুল ওয়াহাব বাংলার জনরবকে জানিয়েছেন ,  আল-আমীন মিল্লি মিশন মাত্র কয়েক বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে । ইতিমধ্যে বাংলার সংখ্যালঘু সমাজের শিক্ষা আন্দোলনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে চলেছে । ২০১৯ শিক্ষাবর্ষে  আল-আমীন মিল্লি মিশনে ভর্তি শুরু হয়েছে । আগ্রহীরা যোগাযোগ করতে পারেন । অল্প খরচে উন্নত ও আধুনিক শিক্ষা অন্যতম কেন্দ্র হল আল-আমীন মিল্লি মিশন ।

Advertisement

এদিকে কলকাতার ইসলামিয়া হাইস্কুলও মাধ্যমিকে ভাল ফল করেছে । এবছর এই বিদ্যালয় মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ১৫৩ জন । পাশ করেছে ১৪০ জন । বিদ্যালয়ের মধ্যে  প্রথম কাইফ আনসারি তার প্রাপ্ত নম্বর ৫৯২ ( ৮৪.৫%) , দ্বিতীয়  মুহাম্মদ আয়ান ৫৩৯ (৭৭%) , তৃতীয় জায়েদ আফজল ৫২৬ ( ৭৫.১৪ % )

হুগলী জেলার নাবাবিয়া মিশনের মাধ্যমিক পরীক্ষার ফলও ভাল হয়েছে । মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫০ জন । প্রথম বিভাগে পাশ করেছে ৪৮ জন । স্টার পেয়েছে ১৫ , ৯০% -এর শতাংশের বেশি নম্বর পেয়েছে ২ জন , ৮০ % শতাংশের বেশি নম্বর পেয়েছে ৭ জন । মিশনের মধ্যে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে আবদুল আল-আমীন খান । এর প্রাপ্ত নম্বর ৬৫৭ ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen − twelve =