দেশ 

সব ভিভিপ্যাট গণনার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  সব ভিভিপ্যাট গণনার আর্জি জানিয়ে দক্ষিণ ভারতে এক স্বেচ্ছাসেবী সংগঠন সুপ্রিম কোর্টে আবেদন করেছিল । একে‘বিরক্তিকর’ আবেদন হিসাবে সংজ্ঞায়িত করে তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত জানায়, হাতে আর মাত্র দু’দিন সময় রয়েছে ভোট গণনার। সাধারণ মানুষকে নিজেদের সরকার গঠনের সুযোগ দেওয়া হোক।

টেক-ফোর-অল নামের প্রযুক্তিবিদদের একটি সংগঠন একশো শতাংশ ভিভিপ্যাট গণনার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। শীর্ষ আদালতের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি এম আর শাহ লিখিত আবদনের উপর একটি সংক্ষিপ্ত শুনানির মাধ্যমেই তা খারিজ করে দেন।

Advertisement

বেঞ্চ জানায়, সাত দফার ভোট শেষ হওয়ার পর সারা দেশ ফলাফল জানার জন্য অপেক্ষা করছে। আগামী ২৩ মে ফল ঘোষণার পর নতুন সরকার গঠিত হবে। এরই মধ্যে এই ধরনের সময় নষ্ট করা আবেদন বিরক্তিকর এবং সম্পূর্ণ ভোটগ্রহণ প্রক্রিয়া ব্যাঘাত সৃষ্টিকারী।

প্রসঙ্গত, এর আগেও নির্বাচন চলাকালীন ভিভিপ্যাট নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। তাদের দাবি ছিল ৫০ শতাংশ বুথে ভিভিপ্যাট বসানো হোক। কিন্তু ২১টি বিরোধী দলের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের জানিয়ে দেয়, ৫০ শতাংশ ভিভিপ্যাট নিযুক্ত করার মতো পরিকাঠামো নেই তাদের।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fourteen − one =