দেশ 

“ভোটারদের মত নিয়ে কারচুপি করার ব্যাপারে যেসব অভিযোগ এসেছে তা নিয়ে আমি চিন্তিত। ইভিএমের নিরাপত্তা ও সুরক্ষার দায় নির্বাচন কমিশনের।” : প্রণব মুখোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দেশের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও তার কাজ কর্ম নিয়ে বিরোধীরা অভিযোগ করেছে । কংগ্রেস দল নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। মায়াবতী , মমতা ,অখিলেশ যাদব , চন্দ্রবাবু নায়ডু সব বিরোধী রাজনৈতিক দলের নেতারা নির্বাচন কমিশনের বিজেপি গোপন সমঝোতা আছে বলে দাবি করেছে । এই প্রেক্ষাপটে গতকলা দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় নির্বাচনে কমিশনের প্রশংসা করেছিলেন ।বিরোধীরা যখন নির্বাচন কমিশনের বিজেপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে মুখর, সে সময়েই প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা বজায় রাখার দায় নির্বাচন কমিশনের উপর বর্তায় বলে মন্তব্য করেছেন প্রণব।

কিন্ত আজ মঙ্গলবার বিরোধীরা ইভিএম সুরক্ষার দাবি নিয়ে কমিশনের দরবার করার কিছুক্ষণ আগেই প্রণববাবু নির্বাচন কমিশনের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে এক বিবৃতি জারি করেন ।

Advertisement

ওই বিবৃতিতে প্রণববাবু বলেছেন, “ভোটারদের মত নিয়ে কারচুপি করার ব্যাপারে যেসব অভিযোগ এসেছে তা নিয়ে আমি চিন্তিত। ইভিএমের নিরাপত্তা ও সুরক্ষার দায় নির্বাচন কমিশনের।”

বিরোধীরা যখন নির্বাচন কমিশনের বিজেপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে মুখর, সে সময়ে প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা বজায় রাখার দায় নির্বাচন কমিশনের উপর বর্তায় বলে মন্তব্য করেছেন প্রণব।

“আমাদের গণতন্ত্রের ভিত্তি যেখানে সেখানে কোনও রকম জল্পনার অবকাশ থাকতে পারে না। জনাদেশ হল পবিত্র এবং তার অবস্থান বিন্দুমাত্র সন্দেহের ঊর্ধ্বে।  দেশের প্রতিষ্ঠানের প্রতি দৃঢবিশ্বাসী একজন হিসেবে আমার মত হল,  প্রাতিষ্ঠানিক ব্যবস্থা কী ভাবে কাজ করবে তা নির্ভর করে ‘কারিগর’দের উপর।”

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen − eleven =