জেলা 

হাফিজুল মোল্লা খুনের প্রতিবাদে সরব ইব্রাহিম সিদ্দিকী

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ আততায়ীদের গুলিতে ভাঙ্গড়ে নির্দল সমর্থক হাফিজুল মোল্লার মৃত্যুর প্রতিবাদে এবার সরব হলেন ফুরফুরা দরবার শরীফের পীরজাদা সৈয়দ ইব্রাহিম সিদ্দিকী।

এক প্রেস বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘ভাঙ্গড়ে জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির আন্দোলন ন্যাহ্য। সেটাকে সমর্থন করি আমরা। কিন্তু সরকার ভাঙ্গড়ের জমি নিয়ে যেভাবে ছেলে খেলা করছে, তা ঠিক নয়। অবিলম্বে ভাঙড় থেকে পাওয়ার গ্রিড সরিয়ে নেওয়া দরকার বলে মনে করেন তিনি। সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন এলাকায় উন্নয়ন বাহিনী প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছে বলে অভিযোগ তুলে তার তীব্র নিন্দা করেন তিনি। ইব্রাহিম সিদ্দিকির দাবি, এই ঘটনার কথা জেনেও সরকার দোষীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। অস্ত্র উদ্ধার করে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। ইব্রাহিম সাহেবের দাবি, নির্বাচনের প্রাক্কালে অস্ত্র উদ্ধার করা হলে হাফিজুলকে এইভাবে অকালে প্রাণ দিতে হত না। সেইসঙ্গে হাফিজুল খুনের ঘটনায় অভিযুক্ত আরাবুলকে গ্রেফতারেরও সমালোচনা করেছেন তিনি। তাঁর মতে এসবই সরকারের পূর্ব পরিকল্পনা।

Advertisement

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × 3 =