জেলা 

মুর্শিদাবাদের নওদা ও কান্দি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে শাসক দল অশান্তির চেষ্টা করলে মুর্শিদাবাদ সহ সমগ্র বাংলাকে স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি অধীরের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : গত ২৯ এপ্রিল বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোট হয়ে গেছে ঠিকই । কিন্ত নওদা ও কান্দি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী ২০ মে । যদিও রাজ্যে তিনটি বিধানসভার উপনির্বাচন ১৯ মে হচ্ছে । কিন্ত শুধুমাত্র মুর্শিদাবাদের দুটি কেন্দ্রে ২০ মে ভোট অনুষ্ঠিত হবে ।

ইতিমধ্যে এই দুই কেন্দ্রেই প্রচার শেষ হয়ে গেছে । অধীরের দুই ঘনিষ্ট এই দুটি কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হয়েছেন । তাঁদেরকে জিতিয়ে আনার জন্য অধীর চৌধুরি দুই কেন্দ্রেই মাটি কামড়ে পড়ে আছেন । আর এই দুটি কেন্দ্রের উপনির্বাচন আসলের অধীর বনাম শাসক দল তৃণমূলের মধ্যে হচ্ছে । তাই দুপক্ষের কাছেই প্রেস্টিজ লড়াই ।

Advertisement

অধীরের ম্যাজিক কতটা অটুট তার প্রমাণ মিলতে পারে এই দুই কেন্দ্রে ভোটের ফলে । অন্যদিকে নির্বাচনে ফল বের হওয়ার আগেই অধীরের কুশলী চালে বেশ খানিকটা এগিয়ে কংগ্রেস । অন্যদিকে অধীর চৌধুরি আজ অভিযোগ করেছেন ম কান্দি থানার আইসি ও কান্দি মহকুমার এসডিপিও দুজনই শাসক দলের হয়ে সরাসরি কাজ করছেন । এমনকি কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়ে থানায় অভিযোগ করতে গেলে তাদের অভিযোগ নেওয়া হচ্ছে না ।

কান্দি বিধানসভা এলাকা জুড়ে সন্ত্রাস কায়েম করেছে শাসক দল যদি এই সন্ত্রাস ঠিক মত মোকাবিলা করতে না পারে প্রশাসন তাহলে কংগ্রেস কর্মীরা সমগ্র মুর্শিদাবাদ জেলাকে অচল করে দেবে বলে তিনি হঁশিয়ারি দেন । ভোটের দিন যাতে এলাকায় পর্যাপ্ত নিরাপত্তাবাহিনী দেওয়া হয় তার জন্য অধীর চৌধুরি ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে দরবার করেছে । তিনি দাবি করেছেন , রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে তিনি কথা বলেছেন । তাঁকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে , জেলার দুটি বিধানসভার উপ-নির্বাচনে যদি কোনোরূপ অশান্তি হয় তাহলে কংগ্রেস কর্মীরা মুর্শিদাবাদ তো অচল করবেন একই সঙ্গে সমগ্র বাংলাকে অচল করে দেবে কংগ্রেস ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven + 16 =