দেশ 

গতকালের সাংবাদিক বৈঠকের ছবি দেখিয়ে সোস্যাল মিডিয়ায় সাধারন মানুষ থেকে বিরোধী দলের প্রচার ; মোদীর বডি লাঙ্গুয়েজই বলছে তিনি হেরে গেছেন !

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  প্রধানমন্ত্রী হওয়ার পর শখ করে একবারও সাংবাদিক সম্মেলন করেননি নরেন্দ্র মোদী । এমনকি সংসদেও কোনো অস্বস্তিকর প্রশ্নেরও তিনি উত্তর দেননি । রাহুল গান্ধী বারবার তাঁকে আহ্বান করেছিলেন ৩০ মিনিটের জন্য বির্তকে অংশ নেওয়ার । তা অবশ্য কমতে কমতে এক সময় রাহুল বলেছিলেন মাত্র ১৫ মিনিট সময় দিন । তাও দিতে পারেননি মোদী । ২০১৯-এর ভোট প্রচারের শেষ দিনে প্রায় এক ঘন্টা ধরে সাংবাদিকদের মুখোমুখি হলেন । কিন্ত বললেন মাত্র ১২ মিনিট । কোনো সাংবাদিকের প্রশ্নের উত্তর দিলেন না । চুপচাপ অমিত শাহের পাশে বসেছিলেন । অমিশ শাহ যা বললেন তা জাতীয় নেতার সাংবাদিক সম্মেলনে এ ধরনের কথা বলা যায় তা কল্পনা করা যায় না । পার্টি স্টাট্রেজি ব্যাখ্যা করে গেলেন । ৫ বছর ধরে কী উন্নয়ন করেছেন তার কোনো ব্যাখ্যা দেননি । বরং গর্বের সঙ্গে বললেন ৩০০-এর বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরছি । মোদীই হবেন দেশের প্রধানমন্ত্রী ।

আর এই প্রশ্নহীন সাংবাদিক সম্মেলন নিয়েই সোস্যাল মিডিয়ায় ঝড় বয়ে যাচ্ছে । নানা কুটক্তিতে ভরে উঠছে ফেসবুক টুইটার । সাধারন মানুষের প্রতিক্রিয়ার সঙ্গে সঙ্গে শেষ দফা ভোটের আগে মোদী এই সাংবাদিক বৈঠক নিয়ে রীতিমতো কটাক্ষ শুরু হয়ে গিয়েছে বিরোধী শিবিরে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তীব্র কটাক্ষ করেছিলেন শুক্রবার। তাঁর দেখানো পথে হেঁটে এবার কটাক্ষের পালা চালিয়ে গেলেন অখিলেশ যাদব, ওমর আবদুল্লা, শারদ যাদবরাও।

Advertisement

রাহুল বলেছিলেন, অভিনন্দন মোদীজি, অসাধারণ সাংবাদিক সম্মেলন! আশা করি পরেরবার মিস্টার শাহ আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে দেবেন। তারপর সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব বলেন, মোদীজির প্রথম সাংবাদিক সম্মেলন দেখে মনে হচ্ছে যেন রেডিওর পরিবর্তে টিভির পর্দায় ‘মন কি বাতা’-এর অনুষ্ঠান দেখেছি। সাংবাদিকদের সেখানে প্রশ্ন করার কোনও সুযোগ নেই। তাঁদের অনুগত সৈনিকের মত মুখে কুলুপে এঁটে বসে থাকতে হচ্ছে।
কংগ্রেসের নেতা আহমেদ প্যাটেল থেকে শুরু করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও টুইটে খোঁচা দেন নরেন্দ্র মোদীকে। আহমেদ প্যাটেল লেখেন, আমি আজ পর্যন্ত এমন কোনও সাংবাদিক সম্মেলন দেখিনি যে, নিজেই নিজের প্রশ্নের উত্তর দিচ্ছেন। অশোক গেহলট বলেন, মোদীর বডি লাঙ্গুয়েজই বলছে  তিনি পরাজিত হয়েছেন।
মোদীকে খোঁচা দিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাও। তিনি লেখেন, সাংবাদিকদের ছদ্মবেশে থাকা বিজেপি কর্মীদের ধন্যবাদ জানতে ভোলেননি অমিত শাহ।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × 4 =