কলকাতা 

শেষ দফার ভোটের দিনেই বাংলা উত্তাপে পুড়বে ; বৃষ্টির কোনো সম্ভাবনা নেই

বাংলার জনরব ডেস্ক : রবিবার শেষ দফার ভোটের আগে আবহাওয়া নিয়ে আশার কথা শোনাতে পারল না আবহাওয়া দফতর। আর্দ্রতাজনিত ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এছাড়াও ৮ জেলায় তাপপ্রবাহ জারি থাকবে বলেও সতর্ক করা হয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আগামী ২ দিন তাপপ্রবাহ বজায় থাকবে বলেও আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

Advertisement

কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়ায় আগামী দুদিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। এছাড়াও মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 − 3 =