কলকাতা 

নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য ছাড়ার পর রাজীব কুমারের উদ্বেগ আরও বেড়েছে আগামী কালই তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের দায়ের করা মামলা রায় সুপ্রিম কোর্টে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক । নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বৃহস্পতিবার কেন্দ্রের স্বরাষ্ট্র দফতরের নর্থ ব্লকে হাজিরা দেন সাবেক কলকাতা পুলিশের কমিশনরা রাজীব কুমার । এরপরেই  দিনভর বঙ্গভবনে নিজের ঘরেই বন্দি ছিলেন । কার্যত তাঁকে নির্বাচন কমিশন নজরবন্দী করেছে ।

বুধবার রাতে নির্বাচন কমিশনের আচমকা নির্দেশে কার্যত রাজ্য ছাড়া হয়ে ভোটের মরসুমে দিল্লি পাড়ি দিতে হয় তাঁকে। সিদ্ধান্তটা যে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা তা কমিশনের কথাতেই স্পষ্ট। রাজ্যের এক আমলার কথায়, ‘‘রাজ্যের বাইরে নিয়ে গিয়ে নজরবন্দি করা হল রাজীব কুমারকে।”

Advertisement

সেই ‘নজরবন্দি’ অবস্থাতেই তাঁর কপালে চিন্তার ভাঁজ আর বাড়িয়েছে  সুপ্রিম কোর্ট। এ দিন সুপ্রিম কোর্ট সূত্রে জানা যায়, রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআইয়ের করা মামলার রায় ঘোষণা হবে শুক্রবার সকাল সাড়ে ১০টায়। রায় দেবেন তিন বিচারপতির বেঞ্চের অন্যতম বিচারপতি সঞ্জীব খন্না। গত ২ মে থেকে ওই মামলার রায় স্থগিত রয়েছে।

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × 4 =