দেশ 

আমি আরএসএস বা বিজেপির ভাবধারায় বিশ্বাসী নই৷ আমার বেড়ে ওঠা কংগ্রেসের সঙ্গে৷ তাই হিংসার রাজনীতি বা কটুক্তির রাজনীতি আমি করি না : রাহুল গান্ধী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আমাকে যত খুশি আক্রমণ করুক না কেন তাতে আমার মনে কোনো দুঃখ নেই । আমি কোনো দিন মরে গেলেও মোদীজির বাবা-মাকে অসম্মান করব না । এটা সম্পূর্ণ নিম্নরুচির পরিচয় । মধ্যপ্রদেশের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী একথা বলেন ।

উল্লেখ্য , বিভিন্ন নির্বাচনী সভায় একাধিকবার গান্ধী পরিবারকে আক্রমণ করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে৷ সেই প্রসঙ্গ তুলে মোদীকে এদিন কটাক্ষ করেন রাহুল গান্ধী৷ তিনি বলেন মোদী একাধিকবার তাঁর পরিবার তুলে অপমান করেছেন৷ তিনি শুধু হিংসার কথাই বলেন৷ তাঁর বাবা, ঠাকুমা, এমনকী প্রপিতামহকেও ছাড়েননি মোদী৷ কিন্তু রাহুল বলেন, তাঁর সেই শিক্ষা নেই৷ তিনি মরে যাবেন, তবু কখনও মোদী বাবা বা মাকে নিয়ে কটুক্তি করবেন না৷

Advertisement

লোকসভা নির্বাচনের প্রচারে একাধিক বার গান্ধী পরিবারকে নিশানা করতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীকে৷ রাজীব গান্ধীকে দুর্নীতিগ্রস্থ প্রধানমন্ত্রী বলেও মন্তব্য করেছেন তিনি৷ আমৃত্যু রাজীব গান্ধী দুর্নীতি করেছেন বলে ব্যঙ্গ করেছিলেন মোদী৷ কিন্তু এর উত্তরে রাহুল বলেন, মোদীর কটাক্ষ ও সমালোচনার উত্তরে তিনি ভালবাসাই দেবেন৷ যত কাদা মোদী গান্ধী পরিবারের দিকে ছুঁড়বেন, তত ভালবাসা ফেরত পাবেন বলে দাবি করেন রাহুল গান্ধী৷

এর কারণ হিসেবে রাহুল বলেন আমি আরএসএস বা বিজেপির ভাবধারায় বিশ্বাসী নই৷ আমার বেড়ে ওঠা কংগ্রেসের সঙ্গে৷ তাই হিংসার রাজনীতি বা কটুক্তির রাজনীতি আমি করি না৷


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × 2 =