দেশ 

সাম্প্রদায়িক হিংসায় অশান্ত হাইলকান্দিতে হিন্দু বৃদ্ধার জীবন বাঁচাতে রোযা ভেঙে রক্ত দিয়ে নজীর স্থাপন করলেন মুসলিম যুবক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অসমের হাইলাকন্দী জেলায় কয়েকদিন আগেও সাম্প্রদায়িক হিংসায় আক্রান্ত হয়েছে । এখনও কারফিউ শিথিল হয় । সেই সময় এক নজীরবিহীন সাম্প্রদায়িক সম্প্রীতি দৃষ্টান্ত স্থাপন করলেন দুই রোযাদার মুসলিম যুবক । ইসলাম ধর্মর বানীকে সম্বল করে স্বেচ্ছায় রোযা ভেঙ্গে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন দুই হিন্দু ধর্মাবলম্বী রোগীর।

বিবিসি-র বাংলার খবর অনুসারে আসামের বিশ্বনাথ চরিয়ালির বাসিন্দা অনিল বোরা তার ৮২ বছর বয়সী মা, রেবতী বোরাকে নিয়ে হাসপাতালে এসেছিলেন গত সপ্তাহে। কিছু পরীক্ষার পরে জানা যায় তাকে জরুরী ভিত্তিতে রক্ত দিতে হবে। মিসেস বোরার রক্তের গ্রুপ বি নেগেটিভ। সেই রক্ত খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফেসবুকের মাধ্যমে একটি স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সঙ্গে অনিল বোরার যোগাযোগ হয় শোনিতপুরের বাসিন্দা মুন্না আনসারির সঙ্গে। গত রবিবার আনসারি রোযা ভেঙ্গে রক্ত দিয়েছেন রেবতী বোরাকে।

Advertisement

আনসারি বিবিসিকে বলেন, “আমাকে যখন প্রথম রক্ত দিতে হবে বলা হল, আমি সঙ্গে সঙ্গেই রাজী হয়ে গিয়েছিলাম। যে স্বেচ্ছাসেবী সংগঠনটি আমাকে ফোন করেছিল, আমি নিজেও তার সদস্য।”

একইসঙ্গে তিনি বলেছেন ,”ওরা আমাকে বলে ভেবে দেখ, রোযা ভাঙ্গতে হবে কিন্তু। আমি বলেছিলাম রোযা ভাঙ্গতে হলে হবে। তবে যদি রাতে রক্ত দিলে কাজ হয়, তাহলে রোযার শেষেই হাসপাতালে যাব, আর না হলে রোযা ভেঙ্গে দেব!” প্রথমে আনসারিকে জানানো হয় যে রাতে রক্ত দিলেও চলবে। পরে জানানো হয় সকালেই রক্ত দিতে হবে। তখন রোযা ভেঙ্গে হাসপাতালে গিয়ে রক্ত দিয়ে আসেন মি. আনসারি। অনিল বোরা বলছেন, “রোযা ভেঙ্গে তিনি যেভাবে আমার মায়ের জীবন বাঁচিয়েছেন, তার জন্য ওর কাছে আমরা কৃতজ্ঞ।”

অন্যদিকে গোলাঘাট জেলার বাসিন্দা ইয়াসিন আলী রোযার শেষে বাবার সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন ওজন মাপতে। সেখানে গিয়ে হঠাৎই এক ব্যক্তির সঙ্গে দেখা হয়, যিনি আড়াই বছরের শিশুকন্যার জন্য রক্ত খুঁজছিলেন। সঙ্গে সঙ্গেই রক্ত দিতে রাজী হয়ে যান ইয়াসিন আলী। বিবিসি বাংলাকে  তিনি বলছেন, “যদিও আমাকে রোযা ভাঙ্গতে হয়নি সেদিন রক্ত দেওয়ার জন্য। তবে প্রয়োজন হলে ভাঙ্গতেও দ্বিধা করতাম না। “কোরানেই তো আছে একজন মানুষের জীবন বাঁচানো সবথেকে বড় কাজ। তার জন্য রোযা যদি ভাঙতে হয়, তাতেই বা কী যায় আসে?”

ওই স্বেচ্ছাসেবী সংগঠন, ‘টিম হিউম্যানিটি’ অনেক বছর ধরেই রোগীদের জন্য রক্তদাতাদের ব্যবস্থা করে। সংগঠনটির প্রধান দিব্যজ্যোতি কলিতার বাবার জন্য রক্ত যোগাড় করতে পারা যায়নি। তার মৃত্যু হয়েছিল। তখন থেকেই রক্তদাতা যোগাড় করেন তিনি। ক’বছর হল এরজন্য ফেসবুক ব্যবহার করছেন তারা।

রোজা রেখে রক্ত দেওয়ার প্রসঙ্গে কলিতা বলেন, “রোযা বা উপোষ করলে শরীর এমনিতেই দুর্বল হয়ে পড়ে। তারপরে যদি রক্ত নেওয়া হয়, শরীর আরও দুর্বল হয়ে পড়বে।” “সেজন্যই রক্ত নেওয়ার আগে ব্লাড ব্যাঙ্কে বিশেষভাবে জেনে নেওয়া হয় যে রক্তদাতা কতক্ষণ আগে খাবার খেয়েছেন। আবার রক্ত দেওয়ার পরেও ফলের রস, ফল এধরণের পুষ্টিকর খাবার দেওয়া হয়।”

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twenty + 10 =