জেলা 

মোদী বলেছেন অমিত শাহের উপর অ্যাটাক হয়েছে। আমার একটা ব্লক প্রেসিডেন্ট ওর চেয়ে গুরুত্বপূর্ণ। ওর উপর হামলা চালিয়ে কী হবে? বিজেপি মোদির হুমকিতে বাংলা চলবে না : মমতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিদ্যাসাগরের মূর্তির উপর আক্রমণের ঘটনা পূর্বপরিকল্পিত। বিহার, ঝড়খণ্ড, উত্তর প্রদেশ থেকে গুন্ডা এনে আক্রমণ করা হয়েছে। বেঙ্গল ইজ আন্ডার অ্যাটাক। বাইরে থেকে ভাড়াটে গুন্ডা এনে মূর্তি ভেঙেছে। বুধবার আগরপাড়ায় দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে এক জনসভা থেকে এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, ‘ওরা বাঙালি নয় বলেই বিদ্যাসাগরকে চেনে না। আমার কাছে সব তথ্য আছে। ওখানে কোনও তৃণমূল ছিল না। বাংলা সংস্কৃতিকে নষ্ট করার জন্য একটা চক্রান্ত। একটা গেম প্ল্যান। মোদী আজ বলেছেন অমিত শাহের উপর অ্যাটাক হয়েছে। আমার একটা ব্লক প্রেসিডেন্ট ওর চেয়ে গুরুত্বপূর্ণ। ওর উপর হামলা চালিয়ে কী হবে? বিজেপি মোদির হুমকিতে বাংলা চলবে না।’

Advertisement

মমতার অভিযোগ, ‘বিজেপির রাজ্য সভাপতি সঙ্গে সেন্ট্রাল ফোর্সের পোশাক পরে বাইরে থেকে আনা লোক জন ঘুরে বেড়াচ্ছে। এছাড়া টাকা তো বিলি করছেই। বাইরে থেকে লোক এনে সব হোটেলে রেখে দিয়েছে। সব হোটেল গেস্ট হাউস খালি করে দেয়ার নির্দেশ দিয়েছি।’

তৃণমূল নেত্রী বলেন, ‘রাজনীতি মানে স্যাক্রিফাইস, নিজেকে বিলিয়ে দেওয়া। কেউ কেউ রাজনীতির নামে টাকা কামায়। আমি তাদের পছন্দ করি না। ১৯৯৫ সাল থেকে চাইছি নির্বাচনী সংস্কার হোক। প্রার্থীরা নয়, নির্বাচন কমিশন টাকা খরচ করুক।’

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × three =