কলকাতা 

‘‘রাজ্যে কোনও হেরিটেজের গায়ে হাত পড়লে তাঁর থেকে ভয়ঙ্কর কেউ হবে না৷’’ : মমতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বাংলায় শেষ দফার নির্বাচনে কোনো ইস্যু ছিল না । এই নির্বাচনটা মূলত শহর কেন্দ্রীক । এখানে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মানুষের বাস । সুতরাং তারা ভেবে চিন্তে ভোট দিয়ে থাকে । কিন্ত এবার শেষ দফার নির্বাচনে বাংলা একটি ইস্যু নিয়ে নির্বাচন করবে । তাহল কে ভাঙল বিদ্যাসাগরের মূর্তি । তা নিয়ে বিজেপি –তৃণমূলের চাপান-উতোর চলবে ।

এবারের লোকসভা নির্বাচনে বিজেপি বাংলাকে টার্গেট করেছে । এখানে প্রায় প্রতিদিনই বিজেপি দলের প্রথম সারির নেতারা মিটিং মিছিল করছেন । অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও দাবি করেছে তারা ৪২টি আসনেই পাবে ।

Advertisement

বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে বিজেপিকে চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়েদিলেন, ‘‘রাজ্যে কোনও হেরিটেজের গায়ে হাত পড়লে তাঁর থেকে ভয়ঙ্কর কেউ হবে না৷’’
মমতা বলেন, ‘‘বিজেপির কাজে আমরা লজ্জিত৷ মণীষিদের গায়ে হাত দিলে ছাড়ব না৷ আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয়৷ বহিরাগতদের এনে এখানে রোড শো করেছে বিজেপি৷ পুলিশ কেন মিছিল করার অনুমতি দিল৷’’

এই প্রেক্ষিতে মঙ্গলবারের ঘটনার জন্য ইতিমধ্যেই বিজেপিকে দায়ী করেছে রাজ্যের শাসক দল৷ বিদ্যাসাগরের ভাঙা মূর্তি দেখতে ওই দিন সন্ধ্যাতেই বিদ্যাসাগর কলেজে যান মমতা৷ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘বহিরাগতদের এনে একাজ করিয়েছে বিজেপি৷ রাজ্যে কোনও হেরিটেজের গায়ে হাত পড়লে তাঁর থেকে ভয়ঙ্কর কেউ হবে না৷’’

শেষ পর্যায়ের ভোটের আগে মূর্তি ভাঙা যে ইস্যু হয়ে উঠল তা আর বলার অপক্ষা রাখে না৷

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × 4 =