কলকাতা 

শেষ দফায় রাজ্যে ৯টি লোকসভা কেন্দ্রে ১১১ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা ; ৩০ জন কোটিপতির মধ্যে প্রথম স্থানে কংগ্রেসের মিতা চক্রবর্তী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আগামী ১৯ মে রবিবার সপ্তম তথা শেষ দফায় রাজ্যের নয়টি লোকসভা কেন্দ্রে নির্বাচন। কেন্দ্রগুলি হল কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ-সহ উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত, বসিরহাট, দমদম, দক্ষিণ ২৪ পরগনা জেলার যাদবপুর, ডায়মন্ড হারবার, জয়নগর এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রে।

শেষ দফার ভোটে রাজ্যের নয়টি লোকসভা কেন্দ্রে ১১১ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে । সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন কলকাতার উত্তর লোকসভা কেন্দ্রে। ওই কেন্দ্রে মোট প্রার্থী সংখ্যা ২১ জন। সবচেয়ে কম প্রার্থী দক্ষিণ ২৪পরগনা জেলার জয়নগর লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে মোট আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার কলকাতা প্রেসক্লাবে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ-এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে সপ্তম দফায় প্রতিদ্বন্দ্বী ১১১ জন প্রার্থীর বিস্তারিত তথ্য তুলে দেওয়া হয় সংবাদ মাধ্যমের হাতে। নির্বাচন কমিশনের দফতরে প্রার্থীদের হলফনামা অনুযায়ী এই ১১১ জন প্রার্থীর মধ্যে সবচেয়ে ধনী প্রার্থী দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মিতা চক্রবর্তী।

Advertisement

মিতাদেবীর ঘোষিত সম্পদ ৪৪ কোটি টাকার বেশি। প্রার্থীদের দেওয়া হলফনামা অনুযায়ী যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের মোট ঘোষিত সম্পদ ১২ কোটি টাকার বেশি। এই ১১১ জন প্রার্থীর মধ্যে ৩০ জন প্রার্থী কোটিপতি। ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এর পক্ষ থেকে পর্যায়ক্রমে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের বিস্তারিত তথ্য তুলে দেওয়া হয়েছে। সংগঠনের রাজ্য সংযোজক উজ্জয়নী হালিম জানান, সাধারণ ভোটারদের বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের মনোনীত নির্বাচন প্রার্থীদের সম্পর্কে অবহিত করাটাই তাদের লক্ষ্য। ভোটাররা যাতে তাদের পছন্দমতো প্রার্থীদের নির্বাচিত করতে পারেন সেই উদ্দেশ্য নিয়েই এই প্রয়াস।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

14 + 5 =