জেলা 

‘‘বারুইপুরের সভা বাতিল করেছেন মমতাদি । আমাদের বলতে দিন আর নাই দিন। তৃণমূলকে হারানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলার মানুষ’’ : অমিত শাহ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আমিত শাহের সভা  আবার সভা বাতিল করা হল । আর তা নিয়ে তোপ দাগলেন খোদ অমিত শাহ । তিনি বলেছেন ভাইপো হেরে যাবেন তাই ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই সভা বাতিল করেছেন । উল্লেখ্য , আজ বারুইপুরে যাদবপুরের বিজেপ প্রার্থী অনুপম হাজারার সমর্থনে অমিত শাহের এক সভা করা কথা ছিল । কিন্ত শেষ মুহূর্তে হেলিকপ্টার নামার অনুমতি না দেওয়ার কারণে সভা বাতিল করা হয় । আর এনিয়ে আজ সারাদিন ধরে চলে চাপান-উতোর ।

এনিয়ে জয়নগরের সভায় বিজেপির সভাপতি  সোমবার বলেন, “আমার তিনটে সভা ছিল আজ, একটা সভা বাতিল হয়েছে। মমতাদির ভাইপো হারছেন, তাই ভয় পেয়ে আমার সভা বাতিল করেছেন”। এদিন রাজারহাটের সভা থেকে মমতাকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, “কেন্দ্র সরকার টাকা পাঠালেও তা আপনাদের কাছে পৌছাচ্ছে না কারণ দিদির ভাইপোরাই সব খেয়ে নিচ্ছেন”।

Advertisement

‘‘মমতা সরকার অনুমতি দেয়নি, এজন্যই সভা বাতিল করা হয়েছে’’ বলে অভিযোগ করেছে বিজেপি। এ প্রসঙ্গে মমতাকে নিশানা করে বিজেপির তরফে বলা হয়, ‘‘বাংলার মানুষ আগামী ২৩ মে মমতাদিদিকে যোগ্য জবাব দেবে’’।

জয়নগরের সভায় বিজেপি সভাপতি আরও বলেন, ‘‘বারুইপুরের সভা বাতিল করেছেন মমতাদি । আমাদের বলতে দিন আর নাই দিন। তৃণমূলকে হারানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলার মানুষ’’।

এদিন বারুইপুরের অমিত শাহের সভা করতে না দেওয়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠল বারুইপুর। অমিত শাহের সভা বাতিল নিয়ে ঝামেলার সূত্রপাত, সেখান থেকে ধস্তাধস্তির পর্যায়ে ঘটনাটি। পুলিশ এসে ঘটনাটি সামাল দেওয়ার চেষ্টা করে। বিজেপি-তৃণমূল একে অপরের বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন।

জানা যায়, তৃণমূলের একটি রোড শো চলাকালীন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরাকে উত্তেজক কিছু মন্তব্য করা হয় তৃণমূল পক্ষ থেকে। সেই সময় পুলিশের ভুমিকা নিয়ে স্থানীয় এক পুলিশকর্তার সাথে বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী। তারপরেই দু-পক্ষের সমর্থকদের মধ্য বচসা-বাগবিতন্ডার জেরে উত্তপ্ত হয়ে হয়ে বারুইপুর। বিজেপির বিরুদ্ধে অটো ভাঙচুরের অভিযোগ আনে তৃণমূল, যদিও তা অস্বীকার করে বিজেপি।

 

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nineteen − eleven =