কলকাতা 

“দয়া করে এতটা মরিয়া হয়ে উঠবেন না, বাংলার সন্তানদের খুন করা বন্ধ করুন ; ইতিহাস আপনাকে ক্ষমা করবে না” মুকুল রায় কেন মমতাকে কটাক্ষ করে এমন মন্তব্য করলেন জানতে চান ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  শনিবার নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন বিজেপির নেতারা টাকার ব্যাগ ভর্তি করে নিয়ে আসছে ভোট কিনতে । আর কলকাতা ও সংলগ্ন বিধাননগরে যাতে তল্লাশি না হয় তার জন্য কমিশনারকে বদল করা হয়েছে । মমতার এই মন্তব্যের চব্বিশ ঘণ্টা না কাটতেই রবিবার মুকুল রায়ের গাড়িতে দফায় দফায় তল্লাশি চালায় রাজ্য পুলিশ। মুকুল রায় দিল্লির ভোটার।

রবিবার তিনি দিল্লিতে ভোট দিয়ে কলকাতা ফেরার সময় প্রথমে কলকাতা বিমানবন্দর এবং পরে কৈখালি মোড়ে মুকুলের গাড়ি আটকে তল্লাশি চালায় কলকাতা পুলিশ। তল্লাশি পর্ব নিয়ে ক্ষোভ উগরে মুকুল রায় বলেন, “একটু আগে রাজ্যের এক মন্ত্রী গেছেন, তাঁর কাছে টাকা ভর্তি ব্যাগ আছে, তাঁর গাড়ি তল্লাশি হয়নি”। মুকুলের আরও দাবি, “এটা নিছকই একটি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা হয়েছে”।

Advertisement

আর এরপরই টুইটারে সরব হন মুকুল রায়।  মমতার উদ্দেশে অনুরোধের সুরে মুকুলের কটাক্ষ, “দয়া করে এতটা মরিয়া হয়ে উঠবেন না, বাংলার সন্তানদের খুন করা বন্ধ করুন”। এরপরই সমঝে দেওয়ার সুরে মুকুল রায় বলেন, ‘ইতিহাস আপনাকে ক্ষমা করবে না’।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three − one =