কলকাতা 

সোমবার থেকেই কমতে পারে তাপমাত্রা , কাটতে পারে অস্বস্তি , কালবৈশাখিরও সম্ভবনা জানাল আলিপুর হাওয়া অফিস

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অসহ্য গরমের পর অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আগামীকাল সোমবার থেকে বুধবারের মধ্যে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভবনা রয়েছে । আর তার জেরেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা কমতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, আগামীকাল সোমবার থেকে রাজ্যের কিছু প্রান্তে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত তাপপ্রবাহেরও সম্ভাবনা নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস। কারণ বিহারের উপরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় মেঘ তৈরি হয়েছে। ফলে পশ্চিম দিক থেকে বাংলায় গরম হাওয়া ঢুকছে না। আর তা না ঢোকার জন্যেই তাপপ্রভাব নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

Advertisement

এছাড়া হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে যে, ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে উচ্চচাপ বলয়। এই উচ্চচাপ বলয়ই বাংলায় স্বস্তির আশা দিচ্ছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

thirteen − one =