জেলা 

‘বিজেপির নির্দেশেই কমিশন রাজ্যে ভোটে ব্যাপক হারে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে৷ এই বাহিনীর মধ্যে আরএসএস-এর লোক রয়েছে‘: মমতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : একই জেলায় চারটি নির্বাচনী সভা করলেন তৃণমূল নেত্রী । এতটা উদ্বেগ ২০১৬ বিধানসভা নির্বাচনেও দেখা যায়নি । জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডলের সমর্থনে বাসন্তী ও ক্যানিং সভা করলেন , আর যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর সমর্থনে বারুইপুর ও সোনারপুরে সভা করলেন রবিবার । প্রতিটি সভাতেই নিয়ম করে বিজেপি ও মোদীজির বিরুদ্ধে সরব হলেন । এদিন তিনি নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে অভিযোগ করেন । বিশেষ করে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ নিয়ে তিনি বলেন ।

কেন্দ্রীয় বাহিনীর নাম করে আরএসএস-এর লোক ঢুকিয়ে দিচ্ছে বিজেপি৷ বিস্ফোরক অভিযোগ তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷

Advertisement

ভোটের নিরাপত্তায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী৷ যা নিয়ে সরব তৃণমূল৷ এবার কেন্দ্রীয় বাহিনীর নাম করে বিজেপির কৌশল ফাঁস করলেন রাজ্যের শাসক দলের নেত্রী৷ তাঁর অভিযোগ, বিজেপির নির্দেশেই কমিশন রাজ্যে ভোটে ব্যাপক হারে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে৷ এই বাহিনীর মধ্যে আরএসএস-এর লোক রয়েছে৷

কেন হঠাৎ এমনটা মনে হল মমতা বন্দ্যোপাধ্যায়ের? তাঁর ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই৷ তৃণমূল নেত্রীর কথায়, কেন্দ্রীয় বাহিনী বহু জায়গায় মানুষের উপর অত্যাচার করছে৷ সরাসরি বিজেপিকে ভোট দিতে বলছে৷ প্রতিবাদ করলেই মারধর করছে৷ এমনকি গুলিও চালিয়ে দিচ্ছে৷ উদাহরণ হিসাবে তিনি তুলে ধরেন এদিন কেশপুরের ঘটনা৷ এই ঘটনা থেকে তাঁর কাছে স্পষ্ট হয়েছে কেন্দ্রীয় বাহিনীর মধ্যে আরএসএস কর্মীদের ঢুকিয়ে দিয়েছে গেরুয়া শিবির৷

বাসন্তীর সভায় মমতার পদ্ম বাহিনীকে কটাক্ষ করে বলেন, ‘‘বিজেপি ভাবছে আধা সেনা দিয়ে ভোট করিয়ে পার পেয়ে যাবে৷ কিন্তু ওদের ধারণা ভুল৷ বাংলার মানুষ ওসবে ভয়ে পায় না৷ তাই তো সিআরপিএফের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে৷’’

তাঁর প্রশ্ন, ‘‘এই তো স্পেশাল অবজার্ভার, মাইক্রো অবজার্ভার এল ৷ কিন্তু কী হল তাতে? তিনি তৃণমূল কর্মীদের সর্তক করে বলেন , এখানে যদি কেন্দ্রীয় বাহিনীর নামে কেউ বলে বিজেপিকে ভোট দিতে তাহলে সঙ্গে সঙ্গে আমাদের খবর দিন আমরা পাল্টে দেব , সরিয়ে দেব ।

মমতার আজকের অভিযোগ ঘিরে কার্যত নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে গেল ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × two =